গ্রামীণ চিকিৎসক সংগঠনের উদ্যোগে দন্ত রোগের উপর সেমিনার
Sangbad Prabhati, 27 February 2025
অতনু হাজরা, জামালপুর : গ্রামীণ চিকিৎসকদের রাজ্য স্বাস্থ্য সেবা প্রদানকারী সংগঠন ওয়েষ্ট বেঙ্গল আর এম এ জামালপুর শাখা আজ দন্ত রোগের উপর একটি সেমিনার করলো। বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এর সহযোগিতায় এই সেমিনারটি আয়োজিত হয়।
মুখগহ্বরে ক্যান্সার এই বিষয়ে গ্রামীণ চিকিৎসকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন বলেন ডাঃ গোলাম মোহম্মদ ও ডাঃ রামমোহন ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতেই তাঁদের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সেমিনারে গ্রামীণ চিকিৎসক সংগঠনের ৪০ জন উপস্থিত ছিলেন।
ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুজিত ভট্টাচার্য। এই সেমিনারটি রাশেদ আলী হালদারের নেতৃত্বে হয়। ওনাকে সহযোগিতা করেন উৎপল মালিক, সমীরণ ধারা, শেখ ওয়াজেদ আলী, কবির মল্লিক সহ অন্যান্যরা। রাশেদ বাবু জানান, পরবর্তীতে এখানে দাঁতের চিকিৎসার একটি ফ্রী ক্যাম্প করা হবে।