বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলায় ২২ জন মন্ডল সভাপতির নাম প্রকাশ
Sangbad Prabhati, 18 February 2025
অতনু হাজরা, পূর্ব বর্ধমান : ভারতীয় জনতা পার্টি আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নিচুতলা থেকে সংগঠনকে সাজাতে শুরু করেছে। ইতিমধ্যেই মন্ডল সভাপতি নির্বাচনের কাজ চলছে। পূর্ব বর্ধমান জেলায় বিজেপির কাটোয়া জেলার মন্ডল সভাপতি নির্বাচনের কাজ শেষ হয়েছে। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নির্বাচনী আধিকারিক দেবতনু ভট্টাচার্য ২২ জন মন্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন।
রায়না ১ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রভাত মালিক, রায়না ২ মন্ডলে সন্দীপ মাঝি এবং রায়না ৪ নং মন্ডল সভাপতির দায়িত্বে এসেছেন তমাল ঘোষ।জামালপুর ১ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রধান চন্দ্র পাল। জামালপুর ৩ নং মন্ডল সভাপতি হয়েছেন অসীম শীল। মেমারি ৩ নং মন্ডল সভাপতি হয়েছেন কানাইলাল সরকার, মেমারি ৪ নং মন্ডল সভাপতি হয়েছেন শ্রীকান্ত ঘোষ। কালনা ১ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন পার্থ প্রতিম তা, কালনা ২ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন সব্যসাচী ব্যানার্জী, কালনা ৩ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন সমীরণ হাওলাদার, কালনা ৪ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন গৌর মন্ডল। পূর্বস্থলী দক্ষিণ ১ নং মন্ডল সভাপতি হয়েছেন অনুপ হালদার, পূর্বস্থলী দক্ষিণ ২ নং মন্ডল সভাপতি হয়েছেন বিশ্বজিৎ প্রামাণিক, পূর্বস্থলী দক্ষিণ ৪ নং মন্ডল সভাপতি হয়েছেন তাপস হালদার, পূর্বস্থলী দক্ষিণ ৫ নং মন্ডল সভাপতি হয়েছেন অরবিন্দ প্রামাণিক। পূর্বস্থলী উত্তর ১ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন গৌতম হালদার, পূর্বস্থলী উত্তর ২ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন নিতাই চন্দ্র চক্রবর্তী, পূর্বস্থলী উত্তর ৩ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন সুজিত হালদার, পূর্বস্থলী উত্তর ৪ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন সুদেব পণ্ডিত, পূর্বস্থলী উত্তর ৫ নং মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রতিমা সাহা। কাটোয়া ১ নং মন্ডল সভাপতি হয়েছেন অনিল পল এবং কাটোয়া ৬ নং মন্ডল সভাপতি হয়েছেন স্বরূপ মন্ডল।
বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নির্বাচনী আধিকারিক দেবতনু ভট্টাচার্য ১৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই ২২ জন মন্ডল সভাপতির নাম প্রকাশ করেছেন।মন্ডল সভাপতিদের নাম প্রকাশ হতেই বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত।