Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল পর্বতপুর গার্লস হাই স্কুলের অসুস্থ ছাত্রী


 

হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল পর্বতপুর গার্লস হাই স্কুলের অসুস্থ ছাত্রী


Atanu Hazra 
Sangbad Prabhati, 15 February 2025

অতনু হাজরা, জামালপুর : হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল জামালপুর ব্লকের পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী অঙ্কনা সাঁতরা। প্রসঙ্গত ওই স্কুলের সিট পড়েছে সেলিমাবাদ হাই স্কুলে। অঙ্কনা সেই স্কুলেই অন্যান্য দিনের মতো পরীক্ষা দিতে বসে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে অসুস্থ পড়লে, হাসপাতালে ভর্তি করা হয়। এবং হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী অঙ্কনা। 

ছাত্রীর অসুস্থতার খবর পেয়েই সেখানে উপস্থিত হন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাস সহ অন্যান্যরা। হাসপাতালেই প্রশ্ন ও খাতা নিয়ে উপস্থিত হন সেন্টার সেক্রেটারি তথা জামালপুরের এস আই অনিন্দিতা সাহা। 

এদিকে মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে জামালপুর ব্লক পরিদর্শনে আসেন জেলার আধিকারিক টিম শনিবার সেলিমাবাদ হাই স্কুল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে সেই অসুস্থ ছাত্রীর সাথে দেখা করেন। এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখার কথা বলেন। পরিদর্শক টিমে ছিলেন জেলা কনভেনর অমিত ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের রিজিয়ন অফিসার অঞ্জন ঘোষ, ছিলেন মাধ্যমিক পরীক্ষার ব্লকের দায়িত্ব প্রাপ্ত কুন্তল চট্টোপাধ্যায়, জেলা মনিটরিং টিমের সদস্য পীযূষ দাস, প্রবীর নায়েক সহ অন্যান্যরা।

 অমিত বাবু বলেন, জেলায় নির্বিঘ্নেই তিনদিন পরীক্ষা সমাপ্ত হয়েছে। কয়েকটি ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া সেরকম কোনো কিছু ঘটেনি। তিনি ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভালো ভাবে দেবার জন্য শুভকামনা জানান। তার সাথে বলেন কেউ কোন ভাবেই মোবাইল নিয়ে যেন পরীক্ষা কেন্দ্রে না ঢোকে। কোন ভাবে ধরা পড়লে ১ থেকে ৩ বছর পর্যন্ত পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। জামালপুরে পরীক্ষা কেন্দ্র গুলো দেখে জেলার আধিকারিক টিম বেশ খুশী।