Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন


 

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন 


Sangbad Prabhati, 15 February 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি। আরও জানিয়েছেন, কিংবদন্তি এই শিল্পীকে রাজ্য সরকার বঙ্গবিভূষণ, সঙ্গীত সম্মান, সঙ্গীত মহাসম্মান, নজরুল স্মৃতি পুরস্কার দিয়ে সম্মান জানিয়েছিল। 

বাংলার কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম করেন। জীবনে বহু গান গেয়েছেন। কিন্তু ২০১১ মুক্তি পায় তাঁর সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম আমি বাংলায় গান গাই। এই গানই শিল্পীকে পরিচিতির জগতে বিশেষ মাত্রা দিয়েছে। তাঁর অ্যালবামগুলোর মধ্যে রয়েছে 'পাথরে পাথরে নাচে আগুন' (১৯৮৮), 'যেতে হবে' (১৯৯৪), 'ওঠো হে' (১৯৯৪), 'কুট্টুস কাট্টুস' (১৯৯৭), 'স্বপ্নের ফেরিওয়ালা' (২০০০), 'তোমাকে দেখেছিলাম' (২০০০), 'স্বপনপুরে' (২০০২), 'অনেক নতুন বন্ধু হোক' (২০০৪), 'হযবরল' (২০০৪), 'দুই কানুর উপাখ্যান' (২০০৫), 'আঁধার নামে' (২০০৭) ইত্যাদি।