বাস বিকলে বিপাকে ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থী, মুশকিল আসানে গলসি থানার পুলিশ
Sangbad Prabhati, 11 February 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সহৃদয় পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলার কাজের ফাঁকে মাঝে মধ্যেই পুলিশের মানবিক কাজ সামনে আসে। আজ এরকমই ঘটনার সাক্ষী থাকলো মাধ্যমিক পরীক্ষার্থী সহ অনেকেই। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বন সুজাপুর রেল গেটের কাছে একটি বাস হঠাৎই খারাপ হয়ে যায়, যার মধ্যে ছিল ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থী। বাসের গতি থেমে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা বাস থেকে নেমে হাঁটা শুরু করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে।
এই খবর পাওয়া মাত্রই গলসি থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং ওই ৩২ জন পরীক্ষার্থীকে থানার ৫ টি গাড়ি করে তাদের নিজস্ব নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। প্রত্যেক পরীক্ষার্থী সঠিক সময়ের সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছে। পুলিশের এহেন ভূমিকায় ছাত্র ছাত্রীরা তাদের স্যাল্যুট জানায়। পুলিশের এই মানবিক কাজে অভিভাবক এবং শিক্ষকরাও ভূয়সী প্রশংসা করেন।