Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Yatra Utsav পূর্ব বর্ধমান জেলা যাত্রা উৎসব শুরু পূর্বস্থলীর রাজাপুরে


 

Yatra Utsav 


পূর্ব বর্ধমান জেলা যাত্রা উৎসব শুরু পূর্বস্থলীর রাজাপুরে 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 3 January 2025

জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলী : পূর্ব বর্ধমান জেলায় আজ থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। পূর্বস্থলী ১ ব্লকের রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই উপলক্ষে বসেছে হস্তশিল্প মেলা। পূর্বস্থলী ১ ব্লকে আধুনিক যাত্রা পালার জনক বলে পরিচিত মতিলাল রায় মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যাত্রা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। 

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সাংসদ ডাঃ শর্মিলা সরকার, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, আরতি খান, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্যরা।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে আধুনিক যাত্রাপালার জনক মতিলাল রায়ের মূর্তিতে মাল্যদান করে বর্ণাঢ্য পদযাত্রা এলাকা পরিক্রমা করে। 

এই উৎসবে তিন দিনে মোট ৩০০ জন লোকশিল্পী অংশগ্রহণ করবেন বলে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন। উৎসব কে ঘিরে এলাকার মানুষ খুবই উৎসাহিত। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের স্টল ও অনেক খাবার স্টলও বসেছে। উৎসব চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

আজ সন্ধ্যায় কালনার মা অম্বিকা অপেরার পরিবেশনায় যাত্রাপালা বাবুগো আমি যাত্রা দলের মেয়ে মঞ্চস্থ হয়।