Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Trinamool Congress wins বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা


 

Trinamool Congress wins 


বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 22 January 2025

অতনু হাজরা, জামালপুর : একের পর এক সমবায় নির্বাচন হচ্ছে আর ততই দৈন্য দশা দেখা যাচ্ছে বিরোধীদের। পূর্ব বর্ধমানের জামালপুরে এর আগে যত গুলি সমবায় নির্বাচন হয়েছে তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলে শিয়ালি সমবায় সমিতির ৪৩ টি আসনে, গুড়েঘর মাধবপুর সমবায় সমিতির ৪০ টি আসনে ও মহিষগড়িয়া সমবায়ের ৯ টি আসনে নির্বাচন হয়। 

সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন দল প্রার্থীই দিতে পারে নি। নির্বাচন কে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল। কর্মীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা পরিষদের দুই সদস্যা শোভা দে ও কল্পনা সাঁতরা, অঞ্চল সভাপতিরা তপন দে, আলাউদ্দিন শেখ, শেখ মনতাজ সহ অন্যান্যরা। 

মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন তাতে বিরোধীরা দিশেহারা হয়ে পড়েছে। নাহলে সমবায় নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারে না? মানুষ নিজের চোখে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখছেন তাই অন্য কোনো দলের ঠাই নাই। বিধায়ক তাঁর বক্তব্যে বলেন এর আগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবারও তার ব্যতিক্রম হয় নি। আসলে বিরোধীদের রাজনীতি করার আর কোনো জায়গাই নাই। ভূতনাথ মালিক বলেন সমবায় নির্বাচনের ফলই বলে দিচ্ছে আগামীতে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব থাকবে না।