Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Sabuj Sathi সবুজ সাথীর সাইকেল বিতরণ


 

Sabuj Sathi 


সবুজ সাথীর সাইকেল বিতরণ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 20 January 2025

অতনু হাজরা, জামালপুর : সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ শুরু হল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে। আজ জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলে সবুজ সাথীর সাইকেল বিতরণ শুরু হল ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর চক্রের এস আই অনিন্দিতা সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার, বনবিবিতলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, আই এম ডাবলু শুভাশীষ বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 

মেহেমুদ খান বলেন, আজ সেলিমাবাদ হাই স্কুল থেকে ১৭০ জন ছেলে-মেয়ের হাতে সাইকেল তুলে দেওয়া হল। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো রাজ্যের মানুষের জন্য চালু করেছেন তার মধ্যে অন্যতম একটি ছাত্র-ছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্প। রাজ্যের প্রচুর ছাত্র ছাত্রী এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে উপকৃত হচ্ছে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাশে থাকছেন তাদেরও উচিত তাদের নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাওয়া। এর সঙ্গে তিনি ছাত্রীদের বাল্যবিবাহ নিয়ে সচেতন করেন। 

ভূতনাথ মালিক বলেন সবুজ সাথী প্রকল্পে সরকার শুধু একটি সাইকেল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন এমনটা নয় এর পিছনে মুখ্যমন্ত্রীর বিশেষ চিন্তাভাবনা রয়েছে। একদিকে যেমন সাইকেল নিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে সুবিধা হচ্ছে তেমনি এরই প্রভাবে অনেক বিদ্যালয় স্কুলছুট ছেলেমেয়ের সংখ্যা কমেছে। আজকের পরে থেকে ব্লকের বিভিন্ন স্কুলে চলবে সবুজ সাথীর সাইকেল বিতরণ।