Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

On the death anniversary of Mahatma Gandhi বর্ধমানে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত


 

On the death anniversary of Mahatma Gandhi


বর্ধমানে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 


Sangbad Prabhati, 30 January 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পূর্ব বর্ধমানে। এই উপলক্ষে ৩০ জানুয়ারি জেলা তথ‍্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ধমান সার্কিট হাউসে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়। গান্ধীজীর মূর্তিতে মাল‍্যদান করে ৭৮ তম শহীদ দিবস পালন করা হয়।

 বর্ধমান সার্কিট হাউসের সামনে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস সহ বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন।

এদিনের প্রার্থনা সভায় প্রার্থনা সঙ্গীত পরিবেশনের পর পবিত্র বেদ থেকে অংশ বিশেষ পাঠ করেন ডঃ দেবাশীষ মুখোপাধ্যায়,পবিত্র গ্রন্থসাহেব থেকে অংশ বিশেষ পাঠ করেন জ্ঞানী হরজিৎ সিং, পবিত্র কোরান থেকে অংশবিশেষ পাঠ করেন মোল্লা নাসিম উদ্দিন আহমেদ, পবিত্র বাইবেল থেকে অংশবিশেষ পাঠ করেন রেভারেন্ট সুব্রত দে। ছাত্র ছাত্রীরা চরকায় সুতো কাটার মাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়ন্তী হাজরা।