On the death anniversary of Mahatma Gandhi
বর্ধমানে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
Sangbad Prabhati, 30 January 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পূর্ব বর্ধমানে। এই উপলক্ষে ৩০ জানুয়ারি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ধমান সার্কিট হাউসে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়। গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করে ৭৮ তম শহীদ দিবস পালন করা হয়।
বর্ধমান সার্কিট হাউসের সামনে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস সহ বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন।
এদিনের প্রার্থনা সভায় প্রার্থনা সঙ্গীত পরিবেশনের পর পবিত্র বেদ থেকে অংশ বিশেষ পাঠ করেন ডঃ দেবাশীষ মুখোপাধ্যায়,পবিত্র গ্রন্থসাহেব থেকে অংশ বিশেষ পাঠ করেন জ্ঞানী হরজিৎ সিং, পবিত্র কোরান থেকে অংশবিশেষ পাঠ করেন মোল্লা নাসিম উদ্দিন আহমেদ, পবিত্র বাইবেল থেকে অংশবিশেষ পাঠ করেন রেভারেন্ট সুব্রত দে। ছাত্র ছাত্রীরা চরকায় সুতো কাটার মাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়ন্তী হাজরা।