Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Duare Sarkar in the festive mood দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব


 

Duare Sarkar in the festive mood


দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব




Atanu Hazra 
Sangbad Prabhati, 29 January 2025

অতনু হাজরা, জামালপুর : শহর থেকে গ্রামে উৎসবের আমেজে চলছে নবম দুয়ারে সরকার‌। পূর্ব বর্ধমানের জামালপুরে প্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেছেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মীনা। জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের সেলিমাবাদ হাই স্কুলে ও জোতশ্রীরাম পঞ্চায়েতের ফ্লাড শেল্টারে দুটি ক্যাম্প তিনি ঘুরে দেখেন। তাঁর সাথে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর দুয়ারে সরকারের পঞ্চম দিন অর্থাৎ আজ আবার জামালপুরে এলেন উচ্চ পর্যায়ে সরকারী প্রতিনিধিদল। 

আজ জামালপুর ২ অঞ্চলের জামালপুর হাই স্কুলে ও চকদিঘী অঞ্চলের চকদিঘী হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প হয়। সেই ক্যাম্প দুটি ঘুরে দেখতে আসেন রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব শম্পা হাজরা, অতিরিক্ত জেলা শাসক এল আর পূর্ব বর্ধমান বিশ্বরঞ্জন মুখার্জী, ডেপুটি ডি এল আর ও পূর্ব বর্ধমান ভূপ্রভা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু পাল ও অসীমা বাগ এবং শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা।

 উৎসবের আবহে এই দুয়ারে সরকার ক্যাম্প দেখে তাঁরা খুব খুশী। ক্যাম্পে আগত সকল মানুষের সাথে তাঁরা আলাদা ভাবে কথাও বলেন।

এছাড়াও প্রতিদিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার শিবির পরিদর্শন করছেন জেলা শাসক আয়েশা রাণী এ, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) প্রতীক সিং, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বুদ্ধদেব পান, যুব আধিকারিক রাখী পাল সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এবং বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা।