নীলপুর যুব উৎসব এবার আরও আকর্ষণীয় হতে চলেছে
Sangbad Prabhati, 11 January 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নীলপুর যুব উৎসবের প্রস্তুতি চূড়ান্ত। ১২ জানুয়ারি জাগরণী সংঘের মাঠে উৎসবের উদ্বোধন হবে। নীলপুর যুব উৎসব এবার তৃতীয় বছরে। ৯ জানুয়ারি উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার নীলপুর জাগরণী সংঘের মাঠে এক সাংবাদিক বৈঠকে জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষ নীলপুর উৎসব যথেষ্ট সাফল্যমন্ডিত হয়েছে। বর্ধমান বাসীর বিশেষ অনুরোধে এবং সহযোগিতায় ক্রমশ এই উৎসবের শ্রীবৃদ্ধি ঘটছে। এবারের এই উৎসব রাজ্যের সেরা খাদ্য উৎসব এবং এই জেলার অন্যতম সেরা সাংস্কৃতিক উৎসবে পরিণত হতে চলেছে বলে উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার আশা প্রকাশ করেছেন।
উৎসব শুরুর দিনে মঞ্চমাতাবেন বিশিষ্ট সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ও সায়নী ঘোষ। ১৩ জানুয়ারি আসছেন খাদান ছবির অভিনেত্রী ইদিকা পাল এবং ডান্স গ্রুপ। এছাড়া এদিন থাকছেন সুস্বতি মল্লিক। ১৪ জানুয়ারি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও মিউজিকাল ট্রুপ। ১৫ জানুয়ারি স্নিগ্ধজিৎ এবং ১৬ জানুয়ারি টলিউড মেগাস্টার জিৎ এবং সঙ্গে মিউজিক্যাল ট্রপ। এছাড়া এবার এই নীলপুর উৎসবে বিশেষ সংযোজন অভিনেতা সোহম এবং অভিনেত্রী মধুমিতা সরকার এই সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং সংগীত শিল্পীরা প্রতিদিনের অনুষ্ঠান মাতিয়ে তুলবেন। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে বর্ধমানের স্থানীয় সঙ্গীত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ স্মরণেও একটি অনুষ্ঠান হবে।
রাসবিহারী বলেন, শুধু মনের খিদে নয়, পেটের খিদেও যাতে এই মেলায় মেটে সেই আঙ্গিকে আহারে বাহারে খাদ্য মেলারও আয়োজন করা হয়েছে। মোট ৪০ টি স্টল থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে নীলপুর যুব উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার জানান ১২ জানুয়ারি আধুনিক ভারতের পথিকৃৎ, ভারতীয় যুব সমাজের আইকন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। ঐদিন জাতীয় যুব দিবস। এই দিনটিকে স্মরণে রেখে আমরা প্রতিবছর নীলপুর যুব উৎসব সংগঠিত করছি। এবারও আমরা ঐদিন সকাল ৯টায় কার্জন গেট থেকে নীলপুর জাগরণী সংঘের মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় তৃতীয় বর্ষ নীলপুর যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। থাকবেন অভিনেত্রী সায়নী ঘোষ, সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, রাজ্যের কয়েকজন মন্ত্রী, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, সদর মহকুমা শাসক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সহ জেলার সিংহভাগ বিধায়ক, কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। উৎসব চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।