Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবম দুয়ারে সরকার : পূর্ব বর্ধমানে সামগ্রিক ব্যবস্থাপনায় খুশি রাজ্যের প্রধান সচিব


 

নবম দুয়ারে সরকার : পূর্ব বর্ধমানে সামগ্রিক ব্যবস্থাপনায় খুশি রাজ্যের প্রধান সচিব 




Abhirup Acharya & Atanu Hazra 
Sangbad Prabhati, 30 January 2025

অভিরূপ আচার্য ও অতনু হাজরা : পূর্ব বর্ধমানে নবম দুয়ারে সরকার শিবিরে দ্বিতীয় দফায় পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও কৃষি বিপনন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। প্রথম দিনেই তিনি জামালপুরে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেছেন। সপ্তম দিনে ওঙ্কার সিং মীনা আউশগ্রাম ২ ব্লকের আদিবাসী অধ্যুষিত কুমিরখোলা আদিবাসীপাড়া ও রাধা মোহনপুর এসএসকে মোবাইল ক্যাম্প পরিদর্শন করেন। 

মাটিতে বসে সাধারণ মানুষের সাথে কথা বলেন। মনোযোগ দিয়ে তিনি সমস্ত সমস্যা শুনলেন এবং দ্রুত পরিসেবা প্রদানের কথা বলেন। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাসএবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এরপর তিনি বর্ধমানে এসে সমস্ত আধিকারিকদের নিয়ে নবম দুয়ারে সরকার শিবিরে জেলার কাজ নিয়ে পর্যালোচনা করেন। দুয়ারে সরকার নিয়ে জেলা প্রশাসনের আয়োজন ও কাজের প্রগতি দেখে খুশি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও কৃষি বিপনন বিভাগের প্রধান সচিব।

এদিন জামালপুর ব্লকের পাড়াতল ১ ও ২ পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, দুই প্রধান মাবিয়া বেগম শেখ, কামিনীকুমদ ঘোষ, উত্তম হাজারি, আনোয়ার সরকার সহ অন্যান্যরা। 

ক্যাম্প ঘুরে তাঁরা ক্যাম্পে আসা ব্যক্তিদের সাথে কথা বলেন। সকলের সুবিধা অসুবিধার কথা শুনে তার সমস্যা সমাধানে চেষ্টা করেন।