Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


 

প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা




Sk Samsuddin 
Sangbad Prabhati, 28 January 2025

সেখ সামসুদ্দিন, মেমারি : মেমারি চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় মেমারি খাঁড়ো ফুটবল ময়দানে। ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। 

উপস্থিত ছিলেন মেমারি ১ চক্র অফিসার ভজন ঘোষ সহ শিক্ষক শিক্ষিকাগণ। পরে মাঠে এসে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ অন্যান্য কর্মাধ্যক্ষগণ। 

ভজনবাবু জানান মেমারি ১ চক্রের পাঁচটি অঞ্চলের ও মেমারি মিউনিসিপালিটির মোট ৬৭ টি স্কুলের ৩০৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের অ্যাথলেটিক্স ও জিমন্যাস্টিক সহ ১৭টি করে মোট ৩৪ টি ইভেন্ট রয়েছে। এখান থেকে স্থানাধিকারীরা সাব ডিভিশনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।