অভাবি মূল্য রুখতে জামালপুরে চাষীদের জমি থেকে বাঁধাকপি ও ফুলকপি কিনছে কৃষি দপ্তর
Atanu Hazra
Sangbad Prabhati, 25 January 2025
Sangbad Prabhati, 25 January 2025
অতনু হাজরা, জামালপুর : কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির নির্দেশ মতো বাঁধাকপি ও ফুলকপির অভাবি মূল্য রুখতে উদ্যোগী জামালপুর ব্লক প্রশাসন ও কৃষি দপ্তর। শনিবার জামালপুরে চাষীদের জমি থেকে সরাসরি বাঁধাকপি ও ফুলকপি কিনেছে কৃষি দপ্তর। উল্লেখ্য জামালপুর ব্লকের জোতশ্রীরাম অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসে ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মীনা। জেলা শাসক আয়েশা রানী এ - কে নিয়ে কপি জমিতে নেমে কৃষকদের সাথে কথা বলেছিলেন। তখন কৃষকরা তাঁকে জানিয়েছিলেন কপির দাম পাচ্ছেন না তাঁরা। তিনি ওখান থেকেই ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম কে এবং আর এম সি-কে নির্দেশ দেন এখান থেকে ন্যায্য মূল্যে যেন কপি কেনা হয়। আজ সকালেই সেই ছবি দেখা গেল জোতশ্রীরাম অঞ্চলের মাঠে।
আজ সেখানে আর এম সি থেকে শীতল ডকাল, বাসুদেব খোরোট, নিমাই খোরোট এর জমি থেকে ৮ টাকা কেজি দরে বাঁধা কপি ও ৬ টাকা পিস হিসেবে ফুলকপি মিলিয়ে ৭৫০ পিস কপি কেনা হয়। শুক্রবার প্রিন্সিপাল সেক্রেটারি বলে যাবার পরই বিকালে সেখান পৌঁছান বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। তাঁরা সেখানে চাষীদের সাথে কথা বলে সব ব্যবস্থা করে আসেন। এই ভাবে সরকারের পক্ষ থেকে ফসল কিনে নেওয়ায় খুশী চাষীরা।