Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভাবি মূল্য রুখতে জামালপুরে চাষীদের জমি থেকে বাঁধাকপি ও ফুলকপি কিনছে কৃষি দপ্তর



 

অভাবি মূল্য রুখতে জামালপুরে চাষীদের জমি থেকে বাঁধাকপি ও ফুলকপি কিনছে কৃষি দপ্তর 



Atanu Hazra 
Sangbad Prabhati, 25 January 2025

অতনু হাজরা, জামালপুর : কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির নির্দেশ মতো বাঁধাকপি ও ফুলকপির অভাবি মূল্য রুখতে উদ্যোগী জামালপুর ব্লক প্রশাসন ও কৃষি দপ্তর। শনিবার জামালপুরে চাষীদের জমি থেকে সরাসরি বাঁধাকপি ও ফুলকপি কিনেছে কৃষি দপ্তর। উল্লেখ্য জামালপুর ব্লকের জোতশ্রীরাম অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসে ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মীনা। জেলা শাসক আয়েশা রানী এ - কে নিয়ে কপি জমিতে নেমে কৃষকদের সাথে কথা বলেছিলেন। তখন কৃষকরা তাঁকে জানিয়েছিলেন কপির দাম পাচ্ছেন না তাঁরা। তিনি ওখান থেকেই ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম কে এবং আর এম সি-কে নির্দেশ দেন এখান থেকে ন্যায্য মূল্যে যেন কপি কেনা হয়। আজ সকালেই সেই ছবি দেখা গেল জোতশ্রীরাম অঞ্চলের মাঠে। 

আজ সেখানে আর এম সি থেকে শীতল ডকাল, বাসুদেব খোরোট, নিমাই খোরোট এর জমি থেকে ৮ টাকা কেজি দরে বাঁধা কপি ও ৬ টাকা পিস হিসেবে ফুলকপি মিলিয়ে ৭৫০ পিস কপি কেনা হয়। শুক্রবার প্রিন্সিপাল সেক্রেটারি বলে যাবার পরই বিকালে সেখান পৌঁছান বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। তাঁরা সেখানে চাষীদের সাথে কথা বলে সব ব্যবস্থা করে আসেন। এই ভাবে সরকারের পক্ষ থেকে ফসল কিনে নেওয়ায় খুশী চাষীরা।