Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Duare Sarkar 9th দুয়ারে সরকার এর প্রথম দিনে জামালপুরে পরিদর্শনে রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি



 

Duare Sarkar 9th


দুয়ারে সরকার এর প্রথম দিনে জামালপুরে পরিদর্শনে রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি




Atanu Hazra 
Sangbad Prabhati, 24 January 2025

অতনু হাজরা, জামালপুর : আজ থেকে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার। প্রথম দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মীনা। জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের সেলিমাবাদ হাই স্কুলে ও জোতশ্রীরাম পঞ্চায়েতের ফ্লাড শেল্টারে দুটি ক্যাম্প তিনি ঘুরে দেখেন। 

তাঁর সাথে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল। ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার পূর্ব বর্ধমান নকুল চন্দ্র মাইতি,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথি দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সহ অন্যান্যরা।

 ছিলেন জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। ক্যাম্পে প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট কক্ষগুলি গিয়ে ঘুরে দেখেন, আধিকারিকদের সাথে কথা বলেন। একই সঙ্গে বিভিন্ন উপভোক্তার সাথেও কথা বলেন। এক বয়স্ক মানুষের পাশে বসে তাঁর দলিল রেকর্ড করার ব্যবস্থা করে দেন।

 তিনি বলেন রাজ্যের সমস্ত জায়গাতেই বিভিন্ন দপ্তরের অধিকর্তারা যাচ্ছেন পরিদর্শনে তিনি এখানে এসেছেন। তিনি আরো বলেন, রাজ্য সরকারের যে লক্ষ্য রাজ্যের একটি মানুষও যেন সরকারি বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত না হন। জোতশ্রীরামে গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ধানের যে ক্ষতিপূরণ পেয়েছেন তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। সেখানে তিনি শীতল ডকাল বাবুর কপি জমিতে নামেন। 

সেখানে আরো অন্যান্য কপি জমি পরিদর্শন করে তাঁদের কাছে জানতে পারেন কপি মাত্র ৫ টাকা করে দাম পাচ্ছেন তখন ব্লকের কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলামকে বলেন এবং আর এম সি র মাধ্যমে সঠিক দামে এখানকার কৃষকদের কাছ থেকে যেন কপি কিনে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সর্বোচ্চ অধিকর্তাকে সামনে পেয়ে বেশ খুশি সাধারণ মানুষ থেকে উপভোক্তরা।