Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও পিয়ারলেস হসপিটালের উদ্যোগে সাংবাদিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির

 


ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও পিয়ারলেস হসপিটালের উদ্যোগে সাংবাদিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির 


Sangbad Prabhati, 23 January 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে সাংবাদিকদের জন্য একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। 

বৃহস্পতিবার ওই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বর্ধমান লায়ন্স ক্লাবের সভা কক্ষে। এদিন নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন হয়। উদ্বোধনী পর্বে অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় এবং এক হাঁড়ি মিষ্টি তুলে দিয়ে সম্মান জানানো হয়।

 উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গি নাহা, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ, পিয়ারলেস হাসপাতালের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ব্যানার্জী, পিয়ারলেস হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার তনুশ্রী আলি, ডাঃ প্রিয়দর্শন কোনার, ডাঃ দেবজ্যোতি মিত্র, ডাঃ নিখিলেশ দাস, পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) সপ্তর্ষি ঘোষ, আইজেইউ এর কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়। ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক অরূপ লাহা। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির সহ সম্পাদক জগন্নাথ ভৌমিক।

    এদিন পিয়ারলেস হাসপাতালের পক্ষ থেকে আইজেএ'র সদস্যদের জন্য একটি স্পেশাল হেল্থ কার্ড এর আনুষ্ঠানিক ভাবে মোড়ক উম্মোচন করা হয়। পিয়ারলেস হাসপাতাল, কলকাতার ডেপুটি জেনারেল ম্যানেজার তনুশ্রী আলি জানান শীঘ্রই এই কার্ড সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড় পাবেন। 

২৩ জানুয়ারি আয়োজিত স্বাস্থ্য সচেতনতা শিবিরে ইসিজি, পালমোনারি টেস্ট এর পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞ, অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। চিকিৎসার সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের ডাঃ প্রিয়দর্শন কোনার, ডাঃ দেবজ্যোতি মিত্র প্রায় ৬০ জন সাংবাদিকের স্বাস্থ্য পরীক্ষা করেন।

এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ বলেন, আইজেএ এর মতো সাংবাদিক সংগঠনের সদস্যরা সারা বছরই পেশাগত কাজের পাশাপাশি সামাজিক কাজেও যুক্ত থাকে। আজ নেতাজীর জন্মদিনে এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার অনুষ্ঠান মঞ্চ থেকে সাংবাদিকদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা প্রদানের কথা ঘোষণা করেন।