Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Aamar Pathshala আমার পাঠশালা-র উদ্যোগে বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব

 


Aamar Pathshala 


আমার পাঠশালা-র উদ্যোগে বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব


Sangbad Prabhati, 19 January 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা-র উদ্যোগে আয়োজিত হলো বর্ষবরণ-২০২৫, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব। ১৯ জানুয়ারি বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন পাঠশালার শিশুরা নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানে অংশ নেয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জী, এস আই অফ স্কুলস মৌমিতা সরকার, সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শাসমল হাটি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড: সুভাষ চন্দ্র দত্ত, বর্ধমান পদ্মজা নাইডু মিউজিক কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড: আবুল হাসান, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষিকা লাবণ্য রায়, শিক্ষক রাজীব কুমার হুই, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, রোটারি ক্লাব বর্ধমান এর প্রেসিডেন্ট সুব্রত মুখার্জী, রোটারিয়ান সাবর্ণ রায়, স্টার্ট আপ ফাউন্ডেশন এর প্রজেক্ট এক্সিকিউটিভ অফিসার পার্থ প্রতিম মিত্র, স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত, বিশিষ্ট সুরকার ও শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। 

আমার পাঠশালার পড়ুয়ারা উপস্থিত অতিথিদের উত্তরীয় এবং সুদৃশ্য মেমেন্টো তুলে দিয়ে সম্মানিত করে। অতিথিদের হাতে নতুন বছরের উপহার স্বরূপ কলম ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

পাঠশালার পড়ুয়াদের মধ্যে কেক বিতরণ করেন সাংবাদিক শেখ সামসুদ্দিন, শিক্ষন সামগ্রী বিতরণ করেন মন্তেশ্বর ব্লক প্রাইমারি হসপিটালের কমিউনিটি হেলথ অফিসার পিয়ালি রায়। এছাড়া সকালের টিফিন ও ভাত, আলুভাজা, আলুপোস্ত, চিকেন, মিষ্টি, চাটনি সহযোগে মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয় l মধ্যাহ্ন ভোজনের ব্যয়ভার বহন করেন পলাশ চৌধুরী ও লাবণ্য রায়।

আমার পাঠশালা-র পক্ষ থেকে সম্পাদক সন্দীপ পাঠক, সভাপতি মিন্টু পান্ডে সহ উপস্থিত ছিলেন রাজকুমার লাহা, কামরুজ্জামান চৌধুরী, কালিশঙ্কর বিশ্বাস, মোশারফ হোসেন, সৌরভ পাঁজা, স্বরাজ কুমার পাল, সুবোধ মালিক এবং রত্না সান্তারা। পাঠশালা-র পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দের সঙ্গে এদিনের অনুষ্ঠানটিকে উপভোগ করে।