Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে আয়োজিত হলো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


 

জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে আয়োজিত হলো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


Atanu Hazra 
Sangbad Prabhati, 11 January 2025

অতনু হাজরা, জামালপুর : জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে আয়োজিত হলো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি কোহিনুর মজুমদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ, মহাবিদ্যালয়ের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বর্তমান সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা, অধ্যক্ষ শ্রাবন্তী বন্দোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক, মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সুন্দর মেমেন্টো, প্রত্যেকের ছবি সুন্দর করে বাঁধিয়ে উপহার হিসাবে তুলে দেওয়া হয়। 

স্বাগত ভাষণে কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী বন্দোপাধ্যায় সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বর্তমানে সম্প্রতি কলেজে হয়ে যাওয়া ন্যাক টিমের ভিজিট হয়ে যাওয়া এবং সম্মানের সঙ্গে বি গ্রেড পাওয়ার কথা তুলে ধরেন। উপস্থিত সকলে কলেজের অধ্যক্ষ সহ সকল অধ্যাপক অধ্যাপিকাদের ধন্যবাদ জানান। পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক জানান সদ্য নির্বাচিত সাংসদ ডাঃ শর্মিলা সরকার তাঁর সাংসদ তহবিল থেকে কলেজ কে ৫ লক্ষ টাকা দিয়েছেন এবং বিধায়ক অলক কুমার মাঝি তাঁর বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দিচ্ছেন। তিনি কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জানান। মেহেমুদ খান বলেন, ন্যাক ভিজিট করার পর বি গ্রেড পাওয়ায় তিনি কলেজের প্রিন্সিপাল সহ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। সাংসদ যিনি নিজে একজন মনোরোগ বিশেষজ্ঞ তিনি ছাত্র ছাত্রীদের যেকোনো সমস্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক বলেন, তিনি সবসময়ই কলেজের পাশে থাকবেন।