Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে আয়োজিত হলো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


 

জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে আয়োজিত হলো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


Atanu Hazra 
Sangbad Prabhati, 11 January 2025

অতনু হাজরা, জামালপুর : জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে আয়োজিত হলো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি কোহিনুর মজুমদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ, মহাবিদ্যালয়ের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বর্তমান সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা, অধ্যক্ষ শ্রাবন্তী বন্দোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক, মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সুন্দর মেমেন্টো, প্রত্যেকের ছবি সুন্দর করে বাঁধিয়ে উপহার হিসাবে তুলে দেওয়া হয়। 

স্বাগত ভাষণে কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী বন্দোপাধ্যায় সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বর্তমানে সম্প্রতি কলেজে হয়ে যাওয়া ন্যাক টিমের ভিজিট হয়ে যাওয়া এবং সম্মানের সঙ্গে বি গ্রেড পাওয়ার কথা তুলে ধরেন। উপস্থিত সকলে কলেজের অধ্যক্ষ সহ সকল অধ্যাপক অধ্যাপিকাদের ধন্যবাদ জানান। পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক জানান সদ্য নির্বাচিত সাংসদ ডাঃ শর্মিলা সরকার তাঁর সাংসদ তহবিল থেকে কলেজ কে ৫ লক্ষ টাকা দিয়েছেন এবং বিধায়ক অলক কুমার মাঝি তাঁর বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দিচ্ছেন। তিনি কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জানান। মেহেমুদ খান বলেন, ন্যাক ভিজিট করার পর বি গ্রেড পাওয়ায় তিনি কলেজের প্রিন্সিপাল সহ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। সাংসদ যিনি নিজে একজন মনোরোগ বিশেষজ্ঞ তিনি ছাত্র ছাত্রীদের যেকোনো সমস্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক বলেন, তিনি সবসময়ই কলেজের পাশে থাকবেন।