Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Birthday of TMC তৃণমূল কংগ্রেসের ২৮ তম জন্মদিনে ২৮ কেজি ওজনের কেক কেটে উদযাপন


 

Birthday of TMC


তৃণমূল কংগ্রেসের ২৮ তম জন্মদিনে ২৮ কেজি ওজনের কেক কেটে উদযাপন 


Atanu Hazra 
Sangbad Prabhati, 1 January 2024

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস, ২৮ কেজি ওজনের কেক কেটে উদযাপন করা হলো। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে মহা সমারোহে দলের ২৮ তম জন্মদিন পালন করা হলো। কংগ্রেস থেকে বেরিয়ে এসে ১৯৯৮ সালে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে দলের জামালপুর ব্লক পার্টি অফিসে একটি অনুষ্ঠান করা হয়। 

সেখানে একে একে বক্তব্য রাখেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি ও প্রধান, উপ প্রধানরা। দলের পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি। দলের শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। জামালপুর মানেই সব সময় একটা আলাদা ব্যাপার থাকে তাই দলীয় পতাকা উত্তোলন করে ৪/৪ ফুট এবং ২৮ কেজি ওজনের কেক কেটে জন্মদিন পালন করেন বিধায়ক, ব্লক সভাপতি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

মেহেমুদ খান বলেন আজকে ব্লক তৃণমূল পার্টি অফিসে দলের জন্মদিন পালন করলেন তাঁরা। যেহেতু ২৮ তম বছর তাই তাঁরা ২৮ কেজি ওজনের কেক কেটেছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আজ দল ক্ষমতায় এসেছে। তাঁরা সকলে মিলে একত্রিত ভাবে ২০২৬ সালের বিধান সভা নির্বাচনে দলীয় প্রার্থীকে অন্তত ৫০ হাজার ভোট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। তিনি আরো বলেন দলীয় নির্দেশে ১৩ টি অঞ্চল এবং প্রতি গ্রামেই বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আজ তাঁকে জাতীয় রাজনীতির মুখ বলে ভাবা হচ্ছে। অনুষ্ঠানে সকল বক্তাই দলনেত্রীর সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন।

এর পর দলীয় নির্দেশে তাঁরা জামালপুর গ্রামীণ হাসপাতালে ও নার্সিং হোমে গিয়ে সেখানে ভর্তি থাকা রুগীদের হাতে ফল তুলে দেন।