Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

AGCB Vidyapeeth মহা সমারোহে বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি উদযাপন



AGCB Vidyapeeth 


মহা সমারোহে বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি উদযাপন 


Sangbad Prabhati, 18 January 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বেরুগ্রাম আচার্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ (উঃ মাঃ) এর ৭৫ বছর উদযাপন উপলক্ষে ১৭ থেকে ১৯ জানুয়ারি তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ জানুয়ারি ছিল হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠান। এই উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রা এলাকা পরিক্রমা করে। পদযাত্রার অগ্রভাগে সকলের সঙ্গে পা মেলান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি সহ অন্যান্যরা। তাঁর বিধায়ক তহবিল থেকে বিদ্যালয়কে দেওয়া ২ লক্ষ টাকায় নির্মিত কক্ষেরও উদ্বোধন করেন।দুপুরে মহাসমারোহে প্রদীপ প্রজননের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সংসদ ডাঃ শর্মিলা সরকার, ইণ্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এস সাবা নায়কন, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষীয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জামালপুর ব্লকের বিডিও পার্থ সারথি দে, বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খান, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মালিক সহ বহু বিশিষ্টজন, অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন ছাত্র ছাত্রী এবং বর্তমান ছাত্র ছাত্রীরা। 

উৎসব কমিটির সভাপতি মেহেমুদ খান উপস্থিত অতিথিদের ব্যাচ, শাল, পুষ্পস্তবক এবং সুন্দর মেমেন্টো তুলে দিয়ে সম্মানিত করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদেরও ৭৫ বছরের অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়। 

এদিনের বিদ্যালয়ের শিক্ষক অতনু হাজরার সম্পাদনায় একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ বলেন একটা সময় ছিল যখন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা ছিল, তার মধ্যে অর্থনৈতিক সঙ্কটটাই ছিল প্রধান। কিন্তু বর্তমান সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাবিধ প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে অনেক সুবিধা করে দিয়েছেন। এখন ছেলে মেয়েরা পড়াশোনা করতে চাইলে টাকা-পয়সার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাবার পরিস্থিতি নেই। তিনি বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ১৮ বছরের আগে যেন কেউ বিয়ে করতে রাজি না হয়। জীবনে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়াই যেন প্রতিটি ছাত্রীর মূল লক্ষ্য হয়। 

সাংসদ ডাঃ শর্মিলা সরকার উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা ভালো করে পড়াশুনা কর এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হও।

ইণ্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল তথা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এস সাবা নায়কন বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন - তোমরা পড়াশোনা করার পাশাপাশি শরীর চর্চা এবং খেলাধুলাতেও বিশেষ গুরুত্ব দেবে। কারণ খেলাধুলা করলে শরীর ও স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনি খেলাধুলার মাধ্যমেও জীবনে অনেক বড় জায়গায় পৌঁছানো যায়। সরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়ারও অনেক সুযোগ রয়েছে। 

এদিনের উদ্বোধন অনুষ্ঠান পর্ব সুন্দর ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামা প্রসাদ চৌধুরী।

বিকেলে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে ক্রেতাদের সচেতনতামূলক একটি সুন্দর ম্যাজিক শো পরিবেশিত হয়। এই অনুষ্ঠান দেখে ছাত্র-ছাত্রীরা উৎফুল্ল হয়ে ওঠে।