Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

World Disability Day বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করলো জামালপুর জামালপুর চক্র সম্পদ কেন্দ্র


 

World Disability Day


বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করলো জামালপুর জামালপুর চক্র সম্পদ কেন্দ্র




Atanu Hazra 
Sangbad Prabhati, 3 December 2024

অতনু হাজরা, জামালপুর : আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষ্যে জামালপুর চক্র সম্পদ কেন্দ্রে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, অবর বিদ্যালয় পরিদর্শক অনিন্দিতা সাহা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি, বসে আঁকো ও চকলেট দৌড়ের আয়োজন করা হয়।

সকল অংশগ্রহণ কারীদের উৎসাহিত করার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। উপস্থিত অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভাও করা হয়। মেহেমুদ খান বলেন, আজকের এই বিশেষ দিনে এই অনুষ্ঠানের আয়োজন খুবই ভালো উদ্যোগ। এই শিশুরা যেন কখনও নিজদের অন্যের থেকে আলাদা না ভাবে। 

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা আছে এই শিশুদের জন্য তাঁরা যেন সেসব বিষয়ে সঠিক জায়গায় আবেদন করেন। এস আই অনিন্দিতা সাহা বলেন, আজকের এই বিশেষ দিনে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই অনুষ্ঠান করা হলো মূলত তাদের আনন্দদান করা এবং তারাও যে এই সমাজেরই অংশ সেটা বোঝানো।