Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Workshop আইনি সচেতনতা, উদ্ভিদজাত খাবারের সুফল এবং বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা



Workshop

আইনি সচেতনতা, উদ্ভিদজাত খাবারের সুফল এবং বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা 




Sangbad Prabhati, 11 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি পৃথক বিষয়ে হুগলী জেলার শরৎ সেন্টেনারী কলেজে অর্ধদিবসীয় কর্মশালা আয়োজিত হল। ১০ ডিসেম্বর আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক শান্তনু ঝা, সহকারী দায়রা বিচারক মানালী সামন্ত, জেলা পুলিশের উপ - আরক্ষাধ্যক্ষ সৌম্য শান্ত পাহাড়ী ও শিক্ষানবীশ পুলিশ আধিকারিক ড: ভুনসারা বানু এবং বিধায়ক অসীমা পাত্র সহ কলেছের তিন শতাধিক ছাত্রছাত্রী। 

স্টার্ট আপ ফাউন্ডেশনের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সন্দীপন সরকার জানান, "জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় এদিন আইনি সচেতনতায় কলেজ পড়ুয়ারা আলোচনায় অংশ দেয় নাগরিক দায়িত্ব ও অধিকার বিষয়ে। দিল্লীর স্বেচ্ছাসেবী সংস্থা 'সামায়ু'র সহযোগিতায় উদ্ভিদজাত খাবারের সুফলের পাঠ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ পার্থপ্রতিম মিত্র, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত বেসরকারী বর্জ্য ব্যাবস্থাপক সংস্থা হুলাডেক রিসাইক্লিং এর সহযোগিতায় বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা সম্বন্ধে সচেতনতামূলক আলোচনা হয়"। 

এছাড়াও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশ বান্ধব উদ্যোগকে সহায়তা করতে এবং অন্যান্য সবুজ কার্যকলাপের উদ্দেশ্যে স্টার্ট আপ ফাউন্ডেশনের সাথে শরৎ সেন্টেনারী কলেজের সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর হয়, জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতী পরিষদের (National Assessment & Accreditation Council)। নিয়মানুসারে কলেজের মানোন্নয়নে এহেন চুক্তি অগ্রণী ভূমিকা নেবে বলে জানান অধ্যক্ষ ড: সন্দীপ বসাক।