TMC win without contest
তৃণমূল কংগ্রেস আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
Atanu Hazra
Sangbad Prabhati, 11 December 2024
অতনু হাজরা, জামালপুর : ফের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের জামালপুরে বুধবার সেলিমাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি, চক আঝাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও টেঙ্গাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনের জন্য নমিনেশন জমা দেবার দিন ছিল। প্রতিটি সমবায়ে ১২ টি করে আসন আছে। যথা সময়ে বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে মহা সমারোহে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দিলেও দেখা মিলল না কোনো বিরোধী দলের। নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো দল নমিনেশন না করায় স্বাভাবিক ভাবেই তিনটি সমবায় সমিতিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস।
এদিনের এই তিনটি সমবায় নির্বাচনে দলের একাধিক ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ বিভিন্ন অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা। জামালপুরে এখন পর্যন্ত যত গুলো সমবায় সমিতির নির্বাচন হলো সবকটাতেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয় লাভ করেছে।
এই জয় যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিধায়ক অলক কুমার মাঝি বলেন রাজ্যে যে উন্নয়ন চলছে তাতে করে বিরোধীদের কাছে পৌঁছে কিছু বলার নেই। তাই বিরোধীদের কোনো সমবায় নির্বাচনেই দেখতে পাওয়া যাচ্ছে না। মেহেমুদ খান বলেন, জামালপুরের মানুষ যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে চায় না সেটা বিভিন্ন নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন তাঁরা। তাই কোনও সমবায় নির্বাচনেই বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন রাজ্যের মানুষের তাতেই ভরসা রাখছেন।






