HS Exam.
পূর্ব বর্ধমান জেলায় উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষার প্রস্তুতি মিটিং
Sangbad Prabhati, 16 December 2024
অতনু হাজরা, বর্ধমান : আগামী ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি মিটিং হলো বর্ধমান টাউন হলে। সোমবারের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য, সচিব ড: প্রিয়দর্শিনী মল্লিক, ডেপুটি সেক্রেটারি (এক্সাম) উৎপল কুমার বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি (বর্ধমান রিজিয়ন) রাজীব বিশ্বাস, জয়েন্ট কনভেনর অতনু নায়েক, পূর্ব বর্ধমানের জেলা বিদ্যালয় পরিদর্শক বৃন্দাবন মিত্র এবং ডি এ সি সদস্যগণ সহ অন্যান্যরা।
মূলত কিভাবে হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কী কী ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার সঙ্গে যুক্ত কার কী ভূমিকা সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন চিরঞ্জীব বাবু সহ অন্যান্যরা। মোবাইল ফোন সহ ইলেকট্রনিক ডিভাইসের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়। এবারে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে না পারে তারজন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে চিরঞ্জীব বাবু জানান। জেলার সকল ভেন্যুর থেকেই শিক্ষকরা উপস্থিত ছিলেন। জয়েন্ট কনভেনর অতনু নায়েক বলেন নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করাই তাঁদের লক্ষ্য।