Cold Wave Alart
পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা
Sangbad Prabhati, 12 December 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অগ্রহায়নের শেষেই জাঁকিয়ে পড়েছে শীত। রীতিমত কনকনে ঠাণ্ডা। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় শৈতপ্রবাহ চলবে বলে জানিয়েছে।
আবহাওয়া এক বিশেষ বুলেটিনে জানিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় পারদ স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে যাবে। কলকাতার আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও দুই থেকে চার ডিগ্রি কম থাকবে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।