Sangbad Prabhati, 28 December 2024
সৈয়দ আবু জাফর, মন্তেশ্বর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠান হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রজত জয়ন্তী উৎসবের সূচনা হয়। রক্তদান শিবির, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ তম বর্ষ উদযাপিত হয়।
আজ ২৮ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর তাদের এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিন প্রেমময় মূর্তির উন্মোচন ও স্কুলের তোরণ উদ্বোধন করেন। উপস্থিত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অর্থাৎ বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নির্মল মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি, আহমেদ হোসেন শেখ।
এই এক বছরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যসম্পন্ন করা হয়। এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পোড়েল। অনুষ্ঠানের শুরু থেকেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমাদ হোসেন, বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়, হাইওয়ে অথরিটি পশ্চিমবঙ্গের জেনারেল ম্যানেজার নির্মল মন্ডল, মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে।