মুখ্যমন্ত্রীর আহ্বানে আম্বেদকরের অপমানের প্রতিবাদে পূর্ব বর্ধমানে তৃণমূলের মিছিলে মানুষের ঢল
Sangbad Prabhati, 23 December 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, পূর্ব বর্ধমান : ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তি ও অপমানের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যের পূর্ব বর্ধমান জেলায়ও প্রতিবাদে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলার মধ্যে সব থেকে বড় আকারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান এর নেতৃত্বে।
সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কালনা ১ ব্লকে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভা আয়োজিত হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে এলাকার ছাত্র, যুব ও মহিলারা প্রতিবাদ আন্দোলনে সামিল হন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতি বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ'র কটুক্তি ও অপমানের বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন। অমিত শাহ ক্ষমা না চাইলে এই আন্দোলন বন্ধ হবে না।
এদিন পূর্ব বর্ধমানের কালনা, কাটোয়া, পূর্বস্থলী, মেমারি, খন্ডঘোষ, জামালপুর সহ জেলার সব কটি ব্লকেই প্রতিবাদ মিছিল বের হয়। তবে জামালপুর ব্লকে প্রতিবাদ মিছিল প্রায় ২৫ হাজার মানুষ পা মেলান। মিছিল শেষে জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কারালাঘাট ব্রীজের সামনে একটি পথ সভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব।
কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে হাঁটেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলি মন্ডল, টিএমসিপি'র জামালপুর ব্লক সভাপতি বিট্টু মল্লিক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া।
অন্যদিকে শহর বর্ধমানে মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত 'র নেতৃত্বে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতা উত্তম সেনগুপ্ত সহ জেলা ও শহরের মহিলা নেত্রীরা।
শিখা দত্ত সেনগুপ্ত বলেন, 'বাবা সাহেব আম্বেদকরের অপমান বাংলার মানুষ সহ্য করবে না।' আর সেই জন্যই মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলারা পথে নেমেছেন। একই সঙ্গে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শিখা সেনগুপ্ত। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।