স্ত্রীর গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক
Sangbad Prabhati, 20 December 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাগের মাথায় নিজের বউয়ের গলা টিপে হত্যা করলেন এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার ঘটনা। আর এই ঘটনার পর দক্ষ তদন্তে আসামীর আজীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বসতপুর এলাকার এক ব্যক্তি ভাতার থানাতে ২০২১ সালের ২ নভেম্বর অভিযোগ জানান তার জামাই তার মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। এই ঘটনার ভিত্তিতে ভাতার থানাতে একটি মামলা দায়ের করা হয়। যার তদন্তভার পড়ে সাব ইন্সপেক্টর তাপস রায়ের উপর। ঘটনার তদন্তে জানা যায় উক্ত গৃহবধূর উপর প্রায়শই অত্যাচার করতো তার স্বামী। কিন্তু ঘটনার নৃশংসতা এতটাই বেড়ে যায় যে অপরাধী তার নিজের বউয়ের গলা টিপে হত্যা করে। তদন্তকারী অফিসার সমস্ত তদন্ত দক্ষ হাতে সম্পন্ন করে আদালতে চার্জশীট জমা দেন।
বিষয়টি মহামান্য বর্ধমান আদালতে বিচারাধীন ছিল। আজ ২০ ডিসেম্বর মহামান্য আদালত আসামীর বিরুদ্ধে তার চূড়ান্ত রায় দেন। বিচারক আসামীকে আজীবন সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকা টাকা জরিমানা প্রদান করেন।