Scrooling

সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

স্ত্রীর গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক


 

স্ত্রীর গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক 




Sangbad Prabhati, 20 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাগের মাথায় নিজের বউয়ের গলা টিপে হত্যা করলেন এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার ঘটনা। আর এই ঘটনার পর দক্ষ তদন্তে আসামীর আজীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বসতপুর এলাকার এক ব্যক্তি ভাতার থানাতে ২০২১ সালের ২ নভেম্বর অভিযোগ জানান তার জামাই তার মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। এই ঘটনার ভিত্তিতে ভাতার থানাতে একটি মামলা দায়ের করা হয়। যার তদন্তভার পড়ে সাব ইন্সপেক্টর তাপস রায়ের উপর। ঘটনার তদন্তে জানা যায় উক্ত গৃহবধূর উপর প্রায়শই অত্যাচার করতো তার স্বামী। কিন্তু ঘটনার নৃশংসতা এতটাই বেড়ে যায় যে অপরাধী তার নিজের বউয়ের গলা টিপে হত্যা করে। তদন্তকারী অফিসার সমস্ত তদন্ত দক্ষ হাতে সম্পন্ন করে আদালতে চার্জশীট জমা দেন। 

বিষয়টি মহামান্য বর্ধমান আদালতে বিচারাধীন ছিল। আজ ২০ ডিসেম্বর মহামান্য আদালত আসামীর বিরুদ্ধে তার চূড়ান্ত রায় দেন। বিচারক আসামীকে আজীবন সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকা টাকা জরিমানা প্রদান করেন।