বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
Sk Samsuddin
Sangbad Prabhati, 4 December 2024
Sangbad Prabhati, 4 December 2024
সেখ সামসুদ্দিন, মেমারি : অল ইণ্ডিয়া মতুয়া মহাসংঘ মেমারি শাখা, আন্তর্জাতিক ইসকন সংঘ মেমারি শাখা, সনাতনী ঐক্য মঞ্চ ও নাগরিক মঞ্চের পরিচালনায় বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপর মৌলবাদী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আয়োজিত হয়।
মেমারি থানার ছিনুই হরিমন্দির থেকে রসুলপুর বাজার পর্যন্ত ডংকা সহ এই মহামিছিল করা হয়। মহা মিছিল থেকে ইউনুস সরকারের বিরুদ্ধে ধিক্কারের আওয়াজ ওঠে, একইসঙ্গে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ ও সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।