Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্যবসায়ী সুরক্ষা সমিতির আনন্দঘন অনুষ্ঠান ও গৌরবের সম্মাননা প্রদান


 

ব্যবসায়ী সুরক্ষা সমিতির আনন্দঘন অনুষ্ঠান ও গৌরবের সম্মাননা প্রদান 




Sangbad Prabhati, 3 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'উৎসবে আনন্দদান ও আমাদের গৌরব ২০২৪ সম্মাননা' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি। ৩০ নভেম্বর সন্ধ্যায় বর্ধমান পৌরসভার অতিথি নিবাস পান্থশালা ক্যাম্পাসে বর্ধমান হাউসের সভাকক্ষে অনুষ্ঠান হয়‌। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন দক্ষিণ বর্ধমানের বিধায়ক খোকন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশনের পক্ষ থেকে মধূসুদন বন্দোপাধ্যায়, ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে রাজেন্দ্র প্রসাদ খৈতান।

এছাড়াও গলসী এবং মেমারী থেকে আগত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা যথাক্রমে সুনির্মল বাবু ও রামকৃষ্ণ দে এই সভায় উপস্থিত থেকে সভার গুরুত্ব বাড়িয়েছেন। প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা হয় ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে জেলা শাসক আয়েশা রাণী এ, বিধায়ক খোকন দাস, রাজেন্দ্র প্রসাদ খৈয়ান, মধুসূদন ব্যানার্জী উল্লেখযোগ্য বক্তব্য রাখেন।

এদিনের অনুষ্ঠানের মূল লক্ষ্য বর্ধমানের বিশেষ ব্যাক্তিত্বদের আমাদের গৌরব সম্মানে ভূষিত করা । সেই সম্মাননা গ্ৰহণ করতে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি লাল বাবা রাইস এর কর্ণধার সনৎ নন্দী, রিয়েল এস্টেট ও হাউজিং শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব বিশ্বনাথ ঘর, মোটর ট্রেনিং ও ড্রাইভিং স্কুল হিসেবে বর্ধমান শহরের পথিকৃত 'এএমটিএস' এর ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবী এবং সমিতির লাইফ মেম্বার শ্যামল কুমার দাস ও বিশিষ্ট শিক্ষা প্রসারী পায়েল খাতুন।

এদিনের অনুষ্ঠানে তিনশতাধিক সদস্য ছাড়াও অতিথিদের গৌরবময় উপস্থিতিতে এবং বিভিন্ন বক্তার বক্তব্যে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পঁচিশ জন সদস্য লাইফ মেম্বার হিসেবে এই সভায় সার্টিফিকেট গ্ৰহণ করেন। বাজেপ্রতাপপুরের সুরক্ষা সমিতির সংযুক্ত সংগঠনের সদস্যদের এই অনুষ্ঠানে সংশাপত্র প্রদান করা হয়।

সংগঠনের উদ্দেশ্য চূড়ান্ত ভাবে সাফল্য লাভ করেছে বলে সমিতির সদস্যরা দাবী করেন । বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদানের এই অনুষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সংগঠনের সদস্যদের আন্তরিক ইচ্ছা বলে তারা জানান। রাত্রিকালীন আহার পরিবেশনের পরেই এই এদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।