ক্রেতা সুরক্ষা মেলায় পোস্টার প্রতিযোগিতায় রাজ্যে তৃতীয় বর্ধমানের ছাত্র
Sangbad Prabhati, 29 December 2024
অতনু হাজরা, বর্ধমান : রাজ্য ক্রেতা সুরক্ষা মেলায় পোস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেল বর্ধমানের অভিষেক দাস। সে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। প্রথম হয়েছে ঝাড়গ্রাম জেলার অন্বয়ী ভৌমিক। প্রতি বছরই সারা রাজ্যে ছাত্র ছাত্রীদের ক্রেতা সুরক্ষা বিষয়ে আগ্রহী করতে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ক্রেতা সুরক্ষা মেলার আয়োজন করা হয়। অভিষেক জেলা স্তরে এই প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য স্তরে অংশ নেয়। অবশেষে সেখানে সে তৃতীয় স্থান দখল করে। প্রসঙ্গত এবছর রাজ্য স্তরে ক্রেতা সুরক্ষা মেল অনুষ্ঠিত হয় নেতাজী ইনডোর স্টেডিয়ামে। সেখানে পোস্টার, প্রবন্ধ ও স্লোগান লেখার প্রতিযোগিতা হয়। অভিষেকের হাতে শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন দপ্তরের সচিব রুমেলা দে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। উপভোক্তা বিষয়ক দপ্তরের অধিকর্তা প্রিয়দর্শিনী এস সহ অন্যান্য আধিকারিকরা। অভিষেকের এই সাফল্যে তার বিদ্যালয় সহ বর্ধমানের মানুষ খুব খুশী।