Scrooling

সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বেরুগ্রাম স্কুলকে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের জন্য আর্থিক সহায়তা প্রদান


 

বেরুগ্রাম স্কুলকে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের জন্য আর্থিক সহায়তা প্রদান 



Atanu Hazra 
Sangbad Prabhati, 26 December 2024

অতনু হাজরা, কলকাতা : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ (উ:মা:) কে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার জন্য ৯৬ হাজার ৩০০ টাকার আর্থিক সাহায্য করলো পি সি চন্দ্র গ্রুপের রাধামাধব ইনস্টিটিউশন। বৃহস্পতিবার মৌলালিতে তাঁদের অফিসে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিকের হাতে চেক তুলে দেওয়া হয়। 

সঙ্গে ছিলেন অপর শিক্ষক অতনু হাজরা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য প্রশান্ত পাল, সুজয় পাল ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অনিরুদ্ধ পাল। দেবাশীষ বাবু বলেন, তাঁদের বিদ্যালয় প্রত্যন্ত গ্রামে। ছেলে মেয়েরা যাতে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল পায় সেই কারণেই রাধামাধব ইনস্টিটিউশনকে তাঁরা আবেদন করেন আর্থিক সাহায্যের জন্য। তাঁদের ডাকে সাড়া দিয়ে আর্থিক সাহায্য করলেন এর জন্য তাঁরা পি সি চন্দ্র গ্রুপের কাছে কৃতজ্ঞ। খুব শীঘ্রই তাঁরা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য ঠান্ডা বিশুদ্ধ জলের মেশিন বসানোর ব্যবস্থা করবেন।