বেরুগ্রাম স্কুলকে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের জন্য আর্থিক সহায়তা প্রদান
Sangbad Prabhati, 26 December 2024
অতনু হাজরা, কলকাতা : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ (উ:মা:) কে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার জন্য ৯৬ হাজার ৩০০ টাকার আর্থিক সাহায্য করলো পি সি চন্দ্র গ্রুপের রাধামাধব ইনস্টিটিউশন। বৃহস্পতিবার মৌলালিতে তাঁদের অফিসে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিকের হাতে চেক তুলে দেওয়া হয়।
সঙ্গে ছিলেন অপর শিক্ষক অতনু হাজরা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য প্রশান্ত পাল, সুজয় পাল ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অনিরুদ্ধ পাল। দেবাশীষ বাবু বলেন, তাঁদের বিদ্যালয় প্রত্যন্ত গ্রামে। ছেলে মেয়েরা যাতে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল পায় সেই কারণেই রাধামাধব ইনস্টিটিউশনকে তাঁরা আবেদন করেন আর্থিক সাহায্যের জন্য। তাঁদের ডাকে সাড়া দিয়ে আর্থিক সাহায্য করলেন এর জন্য তাঁরা পি সি চন্দ্র গ্রুপের কাছে কৃতজ্ঞ। খুব শীঘ্রই তাঁরা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য ঠান্ডা বিশুদ্ধ জলের মেশিন বসানোর ব্যবস্থা করবেন।