বড়দিনে চার্চে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা
Sangbad Prabhati, 25 December 2024
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে বড়দিনে চার্চে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান। বড়দিনে জামালপুরের দক্ষিণ শুঁড়ের চার্চে গিয়েছিলেন তিনি।
সেখানে গিয়ে চার্চের ফাদার ও কর্মকর্তা নেপাল মালিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ওখানে উপস্থিত সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। চার্চের পক্ষ থেকে শীত বস্ত্র উপহার দেওয়ায় অংশ নেন।
এছাড়া এদিন সেখানে যান জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। তিনিও চার্চে উপস্থিত হয়ে ফাদারদের ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। এবং সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বড় দিনের শুভেচ্ছা জানান। মেহেমুদ খান বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি সকল ধর্মীয় উৎসবে অংশ নেন। আজকের দিনে তিনি ভগবান যীশুর কাছে সকলের মঙ্গল কামনা করেন।