Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে মিঠুন চক্রবর্তীর সামনেই বিশৃংখলা


 

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে মিঠুন চক্রবর্তীর সামনেই বিশৃংখলা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 23 December 2024

অতনু হাজরা, জামালপুর : বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে জামালপুরে আসেন বিজেপির তারকা নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাঁচরার একটি লজে এই অনুষ্ঠানে তিনি যোগদান করেন। মিঠুন চক্রবর্তী ঢুকতেই হট্টগোল শুরু হয় কর্মীদের মধ্যে। তার মধ্য দিয়েই তিনি সভাস্থলে পৌঁছালে সেখানেও কর্মীরা চেঁচামেচি করতে থাকেন। মিঠুন চক্রবর্তী বার বার তাঁদের চুপ করার কথা বলেন।

 তিনি আরো বলেন এই সময় তিনি কোনো পাঁচতারা হোটেলে থাকতে পারতেন তার বদলে তিনি এখানে এসেছেন কর্মীদের কাছে। তাতেও কর্মীরা চুপ না করায় তিনি সভাস্থল থেকে বেরিয়ে যান। যদিও এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে চাননি। বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন, এটাকে বিশৃংখলা বললে ভুল বলা হবে, এটা কর্মী সমর্থকদের আবেগ। সামনে থেকে মিঠুন চক্রবর্তীকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন কর্মী সমর্থকরা। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন সামান্য দু তিনশো লোক নিয়েই যদি এরকম বিশৃংখলা হয় তাহলে তৃণমূলের মত এত বড় মিছিল হলে কী হবে। আসলে বিজেপির কোনো শৃঙ্খলাই নেই।