জেলায় প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ গ্রাম পঞ্চায়েত
Sangbad Prabhati, 20 December 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার প্রথম গ্রাম পঞ্চায়েত হিসাবে জামালপুর ব্লকের আবুইঝাটি ২ গ্রাম পঞ্চায়েতকে জল জীবন মিশন প্রকল্পে সজল গ্রাম পঞ্চায়েত হিসাবে ঘোষণা করলেন জেলা শাসক আয়েশা রাণী এ। জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে ও আবুইঝাটি ২ গ্রাম পঞ্চায়েতের সাহায্যে কুলিনগ্রামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) প্রতীক সিং, বিধায়ক অলক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, সুপারেন্টেডেন্ট ইঞ্জিনিয়ার সুকুমার দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বর্ধমান ডিভিশন গোপেন পাল, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ অন্যান্যরা। স্কুলের বাচ্চাদের নিয়ে একটি র্যালি করা হয় যাতে পা মেলান জেলা শাসক সহ অন্যান্যরা। তারপর স্মারক উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানী এ।
মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিধায়ক তাঁর বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন। সেই লক্ষ্যে অবিচল পশ্চিমবঙ্গ সরকার। আর তারই ফলশ্রুতিতে আজ আবুইঝাটি ২ পঞ্চায়েত সজল গ্রাম পঞ্চায়েত হলো। তাঁর ভালো লাগছে যে জেলার প্রথম পঞ্চায়েত যাকে সজল পঞ্চায়েত ঘোষণা করা হলো সেটা তাঁর বিধানসভায়। সকলকে তিনি জলের সঠিক ব্যবহার করতে বলেন। জেলা শাসক বলেন আজ তাঁর জেলার প্রথম পঞ্চায়েত হিসাবে আবুইঝাটি ২ পঞ্চায়েতকে সজল পঞ্চায়েত ঘোষণা করা হলো। ৪০৭৪ টি পরিবারের কাছে জল পৌঁছে দেওয়া হচ্ছে। এর জন্য তিনি ব্লকের বিডিও পার্থ সারথী দে সহ পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ তাঁদের পুরো টিম এবং পি এইচ ই দপ্তরকে ধন্যবাদ জানান। জেলার মধ্যে জামালপুর ব্লকে প্রথম এই আবুইঝাটি ২ পঞ্চায়েত সজল পঞ্চায়েত ঘোষণা করায় তিনি খুশি। তিনি এলাকাবাসীদের বলেন জলের অপচয় যেন কেউ না করেন।