Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বর্ধমান পৌর উৎসব ২০২৪ শুরু ২১ ডিসেম্বর, আসছেন কলকাতার নামীদামী শিল্পীরা


 

বর্ধমান পৌর উৎসব ২০২৪ শুরু ২১ ডিসেম্বর, আসছেন কলকাতার নামীদামী শিল্পীরা 




Sangbad Prabhati, 18 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "রাঢ় বঙ্গের রূপকথা//বর্ধমানের যশোগাথা" এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ এর বর্ধমান পৌর উৎসব আয়োজিত হতে চলেছে। আগামী ২১ ডিসেম্বর শাঁখারীপুকুর উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন হবে। ১৮ ডিসেম্বর বর্ধমান পৌরভবনের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পৌর সভার চেয়ারম্যান তথা বর্ধমান পৌর উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, সচিব জয় রঞ্জন সেন সহ বর্ধমান পৌরসভার পৌর পারিষদ ও কাউন্সিলররা। 

উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, বর্ধমান পৌর উৎসব ২০২৪ এর উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বসু। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, সাংসদ কীর্তি আজাদ ঝা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকলি তা, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, খোকন দাস, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা শাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস প্রমুখ। তিনি বলেন, নগরবাসীর প্রাণের উৎসব জমে উঠবে নাচে গানে কবিতায় আড্ডায় বিকিকিনের হাটে। এবারের উৎসবে ২৫০ টি স্টল থাকবে। 

২১ ডিসেম্বর থেকে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত উৎসব চলবে, প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত উৎসব প্রাঙ্গন খোলা থাকবে। প্রতিদিনই স্থানীয় শিল্পীদের নাচ গান আবৃত্তির পাশাপাশি পাশাপাশি থাকবে অতিথি শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। অতিথি শিল্পীদের মধ্যে ২২ ডিসেম্বর আসছেন রথীজিৎ ভট্টাচার্য। ২৩ ডিসেম্বর রেজওয়ানা চৌধুরী বন্যা, ২৪ ডিসেম্বর আসছেন জোজো। ২৫ ডিসেম্বর সংগীত পরিবেশন করবেন বর্ধমানের তারারা। ২৬ ডিসেম্বর আসছেন প্রস্মিতা পাল ২৭ ডিসেম্বর ননিচোরা দাস বাউল ও শ্রেষ্ঠা দাস। ২৮ ডিসেম্বর সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী বুলেট, ২৯ ডিসেম্বর অর্থাৎ উৎসবের শেষ দিনে আসছেন ইমন চ্যাটার্জী।