Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জোড়া খুনের তদন্তে পূর্ব বর্ধমান পুলিশের সাফল্য , ২ ঘন্টার মধ্যে আততায়ীররা গ্রেপ্তার


 

জোড়া খুনের তদন্তে পূর্ব বর্ধমান পুলিশের সাফল্য , ২ ঘন্টার মধ্যে আততায়ীররা গ্রেপ্তার 




Sangbad Prabhati, 17 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১৭ ডিসেম্বর বিকেলে বর্ধমানের বাসিন্দা সুপর্ণা চৌধুরী নামে একজন মহিলা ভাতার থানায় এসে জানান যে ওনার মেসো অভিজিৎ যশ এবং মাসি ছবিরাণী যশের সঙ্গে গত তিনদিন ধরে ফোনে কোন যোগাযোগ করে উঠতে পারছেন না এবং ভাতারের রবীন্দ্রপল্লীতে ওনাদের বাড়িটিও বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজনের সহায়তায় ভাতার পুলিশের উপস্থিতিতে বাড়ির তালা ভেঙে উনারা ভেতরে প্রবেশ করে দেখেন মেসোমশাই এবং মাসীমা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝের উপর মরে পড়ে আছে। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ভাতার থানাতে এই খবরটি আসার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কে বিষয়টি জানানো হয় এবং পুলিশ সুপার সায়ক দাস এর নির্দেশে একটি সিট গঠন করা হয়। অত্যন্ত দ্রুততার সঙ্গে পুলিশ কুকুর ঘটনাস্থলে আনা হয়। মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। টেকনিক্যাল সাপোর্টস টিম ঘটনাস্থলে পৌঁছায় । ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা যায় যে মৃত অভিজিৎ বাবুর সেজ শালীর মেয়ে মহুয়া সামন্ত ওরফে কেয়া সামন্ত বিভিন্ন সময়ে এদের কাছে টাকার দাবি করত কিন্তু এনারা অপমান করে তাড়িয়ে দিতেন। 

প্রাথমিক তদন্তে টেকনিক্যাল ইনপুট ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা গেছে যে পূর্ব আক্রোশবশত গত শনিবার অর্থাৎ ইংরেজির ১৪ ডিসেম্বর দুপুরবেলা মহুয়া সামন্ত এবং তার দুই ছেলে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত অভিজিত যশ ও ছবিরানী যশকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র এবং টাকা নিয়ে চলে যায় যাবার সময় বাড়িটির বাইরে থেকে তালা বন্ধ করে চলে যায়। জিজ্ঞাসাবাদ এর পর অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে। বুধবার অপরাধীদের আদালতে পেশ করা হবে এবং পুলিশ রিমান্ড নেওয়া হবে। এছাড়াও বুধবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য। ফরেনসিক টিম কে ডাকা হয়েছে।