Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবগ্রামের নব তরুণ সংঘের উল্লেখযোগ্য সামাজিক ও মানবিক কর্মসূচি

 



নবগ্রামের নব তরুণ সংঘের উল্লেখযোগ্য সামাজিক ও মানবিক কর্মসূচি 




Atanu Hazra 
Sangbad Prabhati, 15 December 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রামে নব তরুণ সংঘ সারা বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও রবিবার তারা একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরকে সামনে রেখে একগুচ্ছ মানবিক উদ্যোগ দেখা গেল একই মঞ্চ থেকে। 

নব তরুণ সংঘের পরিচালনা ও শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক এবং ক্যামরী ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এরই সাথে নব তরুণ সংঘের পক্ষ থেকে এলাকার ১৩০ জন দুঃস্থ ব্যক্তিদের হাতে শীতের কম্বল ও মশারি তুলে দেওয়া হয়। 

এদিনের এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল চারজন ব্যক্তি তাদের মরণোত্তর দেহ দানে অঙ্গীকারবদ্ধ হলেন। তাঁদের হাত ধরে মঞ্চে নিয়ে আসেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। 

.

আজ এই সংঘের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই সংঘের পক্ষ থেকে স্থানীয় স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য দুটি সিলিং ফ্যান তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, প্রাক্তন বিধায়ক সমর হাজরা, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডঃ সুকৃতি ঘোষাল সহ নবগ্রাম পুলিন বিহারীউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ও ক্লাবের সমস্ত সদস্য এবং সাধারণ মানুষজন। বিধায়ক আজকের এই মহৎ কর্যের জন্য নব তরুণ সংঘকে ধন্যবাদ জানান।

মেহেমুদ খান বলেন, এই ক্লাব বছরের বিভিন্ন সময় নানা কাজ করে থাকে। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য নব তরুণ সংঘকে ধন্যবাদ জানান। আগত সমস্ত অতিথিরা নব তরুণ সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।