Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কলকাতার বিধান শিশু উদ্যানে পল্লী কবি ও আদালত শীর্ষক স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা

 


কলকাতার বিধান শিশু উদ্যানে পল্লী কবি ও আদালত শীর্ষক স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা 


Sangbad Prabhati, 14 December 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শনিবার বিকেলে কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে 'পল্লীকবি ও আদালত' শীর্ষক স্মরণিকা প্রকাশিত হলো। সেইসাথে 'বর্ধমান সহযোদ্ধা' সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। পূর্ব বর্ধমান জেলার 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে এই মনোজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবি মাসুদ করীম, বিশিষ্ট সমাজসেবী অমর চাঁদ কুন্ডু, বিধান শিশু উদ্যান কেন্দ্রের সম্পাদক গৌতম তালুকদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌমিক ঘোষ, আব্দুল জব্বার সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সভাপতি তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদুর্য ঘোষাল। শিশু শিল্পী সম্প্রীতি মোল্লার কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত ভাষণে কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন বলেন, পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র ছিলেন জেলা ও দায়রা বিচারক, কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনী পেশার সাথে যুক্ত। সেই প্রেক্ষাপটেই 'পল্লীকবি ও আদালত' শীর্ষক স্মরণিকা প্রকাশের আয়োজন। তিনি উপস্থিত সকল অতিথিদের স্বাগত জানান। 

কবির পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। কবিতা পাঠে ছিলেন রাজ্যের পুলিশ ট্রেনিং সেন্টার এর আইন বিভাগের ইন্সপেক্টর সমরেন্দু চক্রবর্তী।

আইনী জনসচেতনতা কর্মসূচি পালনে সু-পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন 'বর্ধমান সহযোদ্ধা'র পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামের বাসিন্দা বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এবং বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোগপতি অমর চাঁদ কুন্ডু -কে 'পূর্ব বর্ধমান জেলা রত্ন' সম্মাননা প্রদান করা হয়। বর্ধমান সহযোদ্ধার সদস্যরা এই দু'জন মানবরত্ন সহ উপস্থিত অতিথিদের মাঙ্গলিক প্রদীপের আলিঙ্গনে ও উলুধ্বনির মাধ্যমে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন। উপস্থিত দর্শকমন্ডলী করতালির মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানান। 

এরপর বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে উত্তরীয়, সাল, পুষ্পস্তবক এবং মানপত্র দিয়ে বিচারপতি শ্রী সামন্ত এবং সমাজসেবী শ্রী কুন্ডু কে সম্মাননা প্রদান করা হয়। মানপত্র পাঠ করে শোনান বর্ধমান সহযোদ্ধার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মল্লিক।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন বর্ধমান সহযোদ্ধার সভাপতি তথা সাংবাদিক জগন্নাথ ভৌমিক।

কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসিমউদ্দিন, বৈদূর্য ঘোষাল, সোমনাথ ভট্টাচার্য, প্রতিমা হালদার জানান -" পল্লীকবির ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলাম"।