Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিল্পের সমাধানে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে পরিষেবা শিবির


 

শিল্পের সমাধানে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে পরিষেবা শিবির 




Atanu  Hazra 
Sangbad Prabhati, 10 December 2024

অতনু হাজরা, জামালপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এম এস এম ই মান্থ উদযাপনের অংশ হিসাবে, শিল্পের সমাধানে রাজ্য জুড়ে সমস্ত ব্লক, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন এলাকায় মেলার আঙ্গিকে শিবির চলছে। তিনটি পর্যায়ে এই শিবির ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পূর্ব বর্ধমান জেলায় প্রথম পর্যায়ে ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শিবির হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিবির হবে। তৃতীয় বা শেষ পর্যায়ে ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শিবির হবে। দ্বিতীয় পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে জামালপুরে শুরু হয়েছে এই শিবির। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বস্ত্র বিভাগ,খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগ, কৃষি বিভাগ, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, অনগ্রসর শ্রেণীকল্যান বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, আনন্দধারা ও স্বনির্ভর গোষ্ঠীর স্টল রয়েছে এই শিবিরে। জামালপুরে এই মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে জামালপুর ব্লক অফিস প্রাঙ্গণে। 

এদিন এই মেলা উদ্বোধন করেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও জেলা পরিষদের সদস্য শোভা দে। ব্লকের বিভিন্ন দপ্তরের অফিসাররা ছিলেন এই স্টল গুলোতে। ভবিষ্যত ক্রেডিট কার্ডের মত অন্যান্য পরিষেবা পেতে অনেকেই নাম নথিভুক্ত করেন। বিডিও পার্থ সারথী দে বলেন, রাজ্য সরকার বিশেষত মুখ্যমন্ত্রী চাইছেন সাধারণ মানুষ যাতে কোনো সরকারি পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয়। তাই একই জায়গায় বিভিন্ন দপ্তরকে এনে এই রকম ব্যবস্থা করা হয়েছে। 

 মেহেমুদ খান বলেন, রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী সর্বদাই রাজ্যের সাধারণ মানুষের পাশে রয়েছেন। গ্রামের অনেক মানুষ আছেন যাঁরা সব সময় ব্লকে আসতে পারেন না তাঁরাও এখানে এলে সাথে সাথেই তাঁদের সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের ব্যবস্থা হলে তাঁরা খুবই উপকৃত হবে।