Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

শিল্পের সমাধানে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে পরিষেবা শিবির


 

শিল্পের সমাধানে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে পরিষেবা শিবির 




Atanu  Hazra 
Sangbad Prabhati, 10 December 2024

অতনু হাজরা, জামালপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এম এস এম ই মান্থ উদযাপনের অংশ হিসাবে, শিল্পের সমাধানে রাজ্য জুড়ে সমস্ত ব্লক, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন এলাকায় মেলার আঙ্গিকে শিবির চলছে। তিনটি পর্যায়ে এই শিবির ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পূর্ব বর্ধমান জেলায় প্রথম পর্যায়ে ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শিবির হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিবির হবে। তৃতীয় বা শেষ পর্যায়ে ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শিবির হবে। দ্বিতীয় পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে জামালপুরে শুরু হয়েছে এই শিবির। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বস্ত্র বিভাগ,খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগ, কৃষি বিভাগ, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, অনগ্রসর শ্রেণীকল্যান বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, আনন্দধারা ও স্বনির্ভর গোষ্ঠীর স্টল রয়েছে এই শিবিরে। জামালপুরে এই মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে জামালপুর ব্লক অফিস প্রাঙ্গণে। 

এদিন এই মেলা উদ্বোধন করেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও জেলা পরিষদের সদস্য শোভা দে। ব্লকের বিভিন্ন দপ্তরের অফিসাররা ছিলেন এই স্টল গুলোতে। ভবিষ্যত ক্রেডিট কার্ডের মত অন্যান্য পরিষেবা পেতে অনেকেই নাম নথিভুক্ত করেন। বিডিও পার্থ সারথী দে বলেন, রাজ্য সরকার বিশেষত মুখ্যমন্ত্রী চাইছেন সাধারণ মানুষ যাতে কোনো সরকারি পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয়। তাই একই জায়গায় বিভিন্ন দপ্তরকে এনে এই রকম ব্যবস্থা করা হয়েছে। 

 মেহেমুদ খান বলেন, রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী সর্বদাই রাজ্যের সাধারণ মানুষের পাশে রয়েছেন। গ্রামের অনেক মানুষ আছেন যাঁরা সব সময় ব্লকে আসতে পারেন না তাঁরাও এখানে এলে সাথে সাথেই তাঁদের সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের ব্যবস্থা হলে তাঁরা খুবই উপকৃত হবে।