Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অপরাজিতা বিলকে আইনে বলবৎ করার দাবিতে মহিলা তৃণমূলের ধর্ণা ও সভা


 
 

অপরাজিতা বিলকে আইনে বলবৎ করার দাবিতে মহিলা তৃণমূলের ধর্ণা ও সভা 




Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 1 December 2024

জগন্নাথ ভৌমিক বর্ধমান : অপরাজিতা বিলকে আইনে বলবৎ করার দাবিতে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায়ও মহিলা তৃণমূল কংগ্রেসের আহবানে ধর্ণা ও সভা হয়। শহর বর্ধমানে পারবীরহাটা ট্রাফিক সিগন্যাল এর পাশে ধর্ণা মঞ্চে মহিলা তৃণমূলের নেত্রীরা ধর্ষণবিরোধী অপরাজিতা বিল কে আইনে পরিণত করার দাবিতে ধর্না সভায় সরব হন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহবানে ও বর্ধমান শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মহিলারা ধর্ণায় সামিল হন। বক্তব্য রাখেন জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, আলপনা হালদার প্রমুখ।

তৃণমূল মহিলা কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে নৃশংস ঘটনা ঘটার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু ও নারী সুরক্ষার জন্য বিধানসভায় অপরাজিতা নামে একটি নতুন বিল পাস করেন। এবং তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। নতুন এই বিল অনুযায়ী ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। যা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং দু মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এমনই বলা হয়েছে এই বিলে। এই নতুন বিলে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত স্বাক্ষর করেননি। যতদিন বিল আইনে বলবৎ না হচ্ছে ততদিন তৃণমূল মহিলা কংগ্রেসের আন্দোলন চলবে।

অপরিজিতা বিলকে আইনে বলবৎ করার দাবিতে রবিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালনা এক নম্বর ব্লকের মধুপুরে ধর্ণায় বসেন মহিলারা। ধর্ণা মঞ্চের সভায় বক্তব্য রাখেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্যরা। মন্ত্রী স্বপন দেবনাথ এদিন উপস্থিত মহিলাদের সামনে অপরাজিতা বিলের সামগ্রিক বিষয় তুলে ধরেন। এই আইন বলবৎ হলে। ধর্ষকদের শাস্তি পেতেই হবে। অপরাধীদের কেউ ছাড় পাবেনা।