Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Road Accident বাইক আরোহী সহ সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন মন্ত্রী


 

Road Accident 


বাইক আরোহী সহ সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন মন্ত্রী 





Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 4 November 2024

সৈয়দ আবু জাফর, সমুদ্রগড় : পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে পথে নামলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে জামা প্যান্ট পরার মতো হেলমেটটাও মাথায় পরতে হবে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা ও সমুদ্রগড় বাজারে রাস্তায় নেমে পথচারী সহ সকল নাগরিকদের এমনই বার্তা দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সোমবার সকালে নিমতলা বাজারে পথ চলতি মানুষ সহ সকল নাগরিকদের উদ্দেশ্যে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বাড়ি থেকে বেরোনোর আগে আপনারা যেমন জামাপ্যান্ট পরেন ঠিক সেই রকম ভাবেই মাথায় হেলমেটটাও পড়ে বাইক নিয়ে রাস্তায় বেরোবেন। এদিন রাস্তায় নেমে এমনভাবেই সচেতনতার প্রচার করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, দুর্ঘটনা তো আর বলে কয়ে আসেনা, তাই বাড়ি থেকে দূরে কিংবা যত কাছেই যান না কেন হেলমেট পড়ে বাইক চালান। উল্লেখ্য গত ৩১ অক্টোবর কালী পূজার রাতে নাদনঘাট থানার হাটসিমলায় এসটিকেকে রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় চার পড়ুয়া আবু বক্কর সিদ্দিকী মন্ডল, আব্দুল সেলিম মোল্লা, আরিফ শেখ, এবং নামাজ আলী মন্ডলের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। আজ মন্ত্রী স্বপন দেবনাথের সাথে এই চার ছাত্রের বাবাও রাস্তায় নেমে সকল নাগরিকদের হেলমেট পড়ে বাইক চালানোর জন্য অনুরোধ করেন। তারা বলেন আর কারো যেন অকালে সন্তান হারাতে না হয়। সকলকেই হেলমেট পড়ে গাড়ি চালাতে এবং গাড়ি আস্তে চালাতে অনুরোধ করেন তারা।