Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

RAS UTSAV নবদ্বীপের পরেই এখন শ্রীরামপুরের রাস উৎসব দর্শকদের নজর কাড়ছে



 RAS UTSAV 


নবদ্বীপের পরেই এখন শ্রীরামপুরের রাস উৎসব দর্শকদের নজর কাড়ছে 




Abhirup Acharya 
Sangbad Prabhati, 14 November 2024

অভিরূপ আচার্য, পূর্বস্থলী : মথুরা, বৃন্দাবন, আসাম, মনিপুর, ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সারম্বরে রাস উৎসব পালন করা হয়। তবে নবদ্বীপের রাস উৎসব বিখ্যাত। রাধা কৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয় হলেও অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রীতিতে বিভিন্ন দেবদেবীর আরাধনাও করা হয় এই রাস উৎসবে। "রাস" হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর 'রস'। এই ' রস 'থেকেই এসেছে ' রাস '। আর ' লীলা 'শব্দের অর্থ খেলা। অর্থাৎ শ্রীশ্রী রাধা-কৃষ্ণ ও তাদের সখীদের লীলা-খেলা হচ্ছে রাসলীলা।

নবদ্বীপের রাস উৎসব বিখ্যাত হলেও পার্শ্ববর্তী এলাকাতে সেই প্রভাব দেখা যায়। ১৩ নভেম্বর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকে প্রায় ১০০টি রাস পূজার আয়োজন হয়েছে। পূর্বস্থলী ১ ব্লক কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে দক্ষিণ শ্রীরামপুরে শ্রী শ্রী গঙ্গামাতা পূজা কমিটি প্রাঙ্গণে রাস উৎসবের উদ্বোধন হয়। 

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, কালনার মহকুমা শাসক শুভম আগারওয়াল, মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ চৌধুরী, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, নাদন ঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাস উৎসবের শুভ উদ্বোধন করা হয়। 

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পূর্বস্থলী-১ ব্লকের রাস উৎসব নবদ্বীপের রাস উৎসবের থেকে কোনও অংশে কম যায় না। বড় বড় মণ্ডপ সহ সুন্দর প্রতিমা আলোর রোশনাই ব্যাপক সুনাম অর্জন করেছে। লক্ষাধিক মানুষ রাস উৎসবে অংশ নেন। 

এদিনের মঞ্চ থেকে শ্রী শ্রী গঙ্গা মাতা পুজো কমিটির উদ্যোগে দুস্থ মানুষদের শীতবস্ত্র এবং বাচ্চাদের নতুন পোশাক দেওয়া হয়। মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে আদিবাসী মহিলা ও পুরুষদের ধান কাটার জন্য কাস্তে দেওয়া হয়।