Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Little Magazine Mela বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা সপ্তম বর্ষে, এবার আরও আকর্ষণীয়


 

Little Magazine Mela 


বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা সপ্তম বর্ষে, এবার আরও আকর্ষণীয় 


সংবাদ প্রভাতী Facebook Live

https://www.facebook.com/share/v/5fj3Eb9ZZtE4Ck3i/


Sangbad Prabhati, 20 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এবার বাংলা ওপার বাংলা অপার বাংলার মেলা। বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা। বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত লিটল ম্যাগাজিন মেলা এবছর সপ্তম বর্ষে। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর টাউন হল প্রাঙ্গণে আয়োজিত হবে লিটল ম্যাগাজিন মেলা। বুধবার বিকেলে বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান মেলা পরিচালন কমিটির কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের সহ সভাপতি অরুনাভ চক্রবর্তী, সম্পাদক রাজেশ হালদার, কোষাধ্যক্ষ ইন্দ্রনীল বক্সী ও সহ সম্পাদক সুকান্ত দে।

উদ্যোক্তারা জানান, সারা বাংলা তো বটেই, ত্রিপুরা বরাক উপত্যকা থেকে বিভিন্ন বিষয়ের অজস্র পত্র-পত্রিকা, বই — আজকের বাঙালির মেধা এবং মননের যুগলবন্দী এই মেলা। প্রায় ১০০ টি স্টল থাকবে। মেলায় থাকছে দুষ্প্রাপ্য পত্রপত্রিকার একটি প্রদর্শনী। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। গান। কবিতা। চিত্রশিল্প ও ফটোগ্রাফির প্রদর্শনী। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলবে এই মেলা। 

এবছর সুব্রত চক্রবর্তী স্মৃতি সম্মাননা প্রদান করা হবে সুমিতা চক্রবর্তীকে। আলোক সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন সব্যসাচী সেন সম্পাদিত কারুবাসনা পত্রিকা। এছাড়া বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা বিশেষ প্রদান করা হচ্ছে গুয়াহাটির নর্থ ইস্ট লিটল ম্যাগাজিন স্টাডি ও রিসার্চ সেন্টারকে। পরিচালক জ্যোতির্ময় সেনগুপ্ত।

প্রদর্শনশালায় দুষ্প্রাপ্য পত্রিকার সংগ্রহের মধ্যে থাকছে মানুষ যে সব পত্রপত্রিকার নাম শুনেছে কিন্তু চোখে দেখতে পায়নি। 

কবিতা সাপ্তাহিকি - শক্তি চট্টোপাধ্যায় সম্পাদিত একমাত্র পত্রিকা। প্রথম সংখ্যা। সবুজ পত্র - প্রমথ চৌধুরী। বঙ্গদর্শন - বঙ্কিমচন্দ্র। বামাবোধিনী - উমেশচন্দ্র দত্ত। তত্ববোধিনী - দেবেন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র, অক্ষয়দত্ত, রাজনারায়ণ বসু। এছাড়া থাকছে তালপাতার পুঁথি।