Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Kabita Sanddhya কবিতা সন্ধ্যা'র ৪৭৯ তম সম্মেলনে প্রাণের জোয়ার


 

 Kabita Sanddhya 


কবিতা সন্ধ্যা'র ৪৭৯ তম সম্মেলনে প্রাণের জোয়ার 




Sangbad Prabhati, 27 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দক্ষিণবঙ্গের সাহিত্য চর্চার অঙ্গনে 'কবিতা সন্ধ্যা' একটি উল্লেখযোগ্য নাম। ১৯৮৭ সালে অজিত ভট্টাচার্য এবং ডঃ মিহির চৌধুরী কামিল্যার উদ্যোগে পথ চলা শুরু করে গুটি গুটি পায়ে অনেকটা পথ এগিয়ে এসেছে। দুই মহারথী প্রয়াত হওয়ার পর কবি কুশল দে ও শ্যামল বারুরীর নেতৃত্ব নিরবচ্ছিন্ন ভাবে 'কবিতা সন্ধ্যা' এগিয়ে চলেছে। প্রতি মাসের শেষ রবিবার কবিদের সম্মেলন হয়। ছোট বড় সকলে কবিতা চর্চার আসরে সম্মিলিত হয়। সদস্যদের মধ্যে কেউ অথবা বিশিষ্টজনের আহ্বানে কবিতা সন্ধ্যার সম্মেলন আয়োজিত হয়। চলতি মাসের শেষ রবিবার অর্থাৎ ২৪ নভেম্বর কবি সাহিত্যিক রোটারিয়ান গোপাল চন্দ্র দাস এর আহ্বানে ৪৭৯ তম 'কবিতা সন্ধ্যা'র সম্মেলন অনুষ্ঠিত হয় শহর বর্ধমানে আনন্দ পল্লীতে 'প্লে স্কুল ড্রপলেটস' ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। 

এদিনের কবিতা সন্ধ্যা সম্মেলনে উপস্থিত ছিলেন কবিতা সন্ধ্যার সভাপতি কবি শ্যামল বারুরী, সম্পাদক কবি কুশল দে, কবি সুভাষ বোস, ৪৭৯ তম কবিতা সন্ধ্যার আহ্বায়ক কবি গোপাল চন্দ্র দাস, বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী রীনা দাস, বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক। এদিন কবিতা অনুষ্ঠান শুরুর আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কবি ও সঙ্গীতশিল্পী রুনু শ্যাম। এরপর সদ্য প্রয়াত কবি তথা কবিতা সন্ধ্যার অন্যতম সদস্য কবি অশোক বর্মন, বেলা চন্দ এবং জাতীয়স্তরের কবি অরুন চক্রবর্তীর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর স্বাগত ভাষন দেন কবিতা সন্ধ্যার সম্পাদক বিশিষ্ট কবি কুশল দে। 

উল্লেখ্য এদিন 'রোটারী ক্লাব অফ বর্ধমান অ্যামেনিটি' এর পক্ষ থেকে কবিতা সন্ধ্যার সম্পাদক কুশল দে এবং সভাপতি শ্যামল বারুরী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ বর্ধমান অ্যামেনিটি'র প্রেসিডেন্ট মীনু দাস, পাস্ট প্রেসিডেন্ট ঊষার্থ দাস সহ অন্যান্যরা। 

এদিনের কবিতা সন্ধ্যায় কবিতা পাঠ করেন ডঃ শেখ সাবের আলী, নারায়ন চন্দ্র পাল, করবী রায়, জগন্নাথ ভৌমিক, তাপস ভূষন সেনগুপ্ত, গোপাল চন্দ্র দাস, অশোক কুমার সরকার, মানস দত্ত, শ্যামল বারুরী, কুশল দে, কবি ও নাট্যকার দীপেন শীল, সুভাশীষ মিত্র, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুভাষচন্দ্র বোস, সুব্রত মজুমদার, রীনা দাস, রুনু শ্যাম, দীপা কুমার সহ অন্যান্যরা। 

সুললিত কন্ঠে কবি কল্পনা সরকার এর সঙ্গীত পরিবেশনা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। সমস্ত অনুষ্ঠানটি দুই পর্বে সঞ্চালনা করেন কবি তথা সাহিত্য সমালোচক সুব্রত মজুমদার এবং রুনু শ্যাম।