অপরাজিতা বিল আইনে পরিণত দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের মহামিছিল
সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী
▶️ অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও মিছিল হয়। শনিবার জামালপুরে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিল করা হয়। মিছিলটি ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয়ে জামালপুর বাজার, থানার সামনে দিয়ে গিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় শেষ হয়ে সেখানে একটি পথসভা আয়োজিত হয়।
মিছিলে পা মেলাতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা, শোভা দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, স্বয়ম্ভর গোষ্ঠীর ব্লকের নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ মহিলা প্রধান ও উপ প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যারা।
প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী এই প্রতিবাদ মিছিলে সামিল হন। উপস্থিত মহিলা নেত্রীরা কেন্দ্র সরকারের গায়ের জোরে এই অপরাজিতা বিল আটকে রাখার তীব্র প্রতিবাদ করেন। যদি অবিলম্বে এই বিল আইনে পরিণত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে পশ্চিমবঙ্গের মহিলারা।
অন্যদিকে অপরাজিতা বিলের অনুমোদনের দাবিতে সারা রাজ্যের মত পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকেও শনিবার বিকেলে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল হয়। এদিনের এই প্রতিবাদ মিছিল হেমায়েতপুর মোড় থেকে শুরু হয় এবং উত্তর শ্রীরামপুর মোড়ে শেষ হয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পান্ডে, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থকেরা।
সারা রাজ্যজুড়ে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে মহিলারা। ধর্ষন করে খুন করা হচ্ছে মহিলাদের। শিশু থেকে বৃদ্ধ কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এত অন্যায় করার পরেও তাদের সেভাবে কোন কঠিন সাজাও হচ্ছে না। রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে নৃশংস ঘটনা ঘটার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু ও নারী সুরক্ষার জন্য বিধানসভায় অপরাজিতা নামে একটি নতুন বিল পাস করেন। এবং তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। নতুন এই বিল অনুযায়ী ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। যা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং দু মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এমনই বলা হয়েছে এই বিলে। এই নতুন বিলে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত স্বাক্ষর করেননি।
শিশু ও মহিলাদের জন্য আনা অপরাজিতা বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর না করায় আজ রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে পূর্বস্থলী ১ নম্বর ব্লকেও নতুন মহিলা বিল অপরাজিতা বিলের অনুমোদনের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।