অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মঙ্গল কামনায় কালনায় মন্দিরে পুজো, জামালপুরে মাজারে চাদর চড়ালো
অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর মঙ্গল কামনায় জামালপুরের বনবিবিতলায় মাজারে চাদর ছড়িয়ে পুজো দিয়ে তাঁর মঙ্গল কামনা করলেন জামালপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন। আইএনটিটিইউসি'র জামালপুর ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল এর উদ্যোগে সকলে সামিল হন। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা।
হাতে আই লাভ এবি প্ল্যাকার্ড নিয়ে তাঁরা উপস্থিত হন বনবিবিতলার মাজারে। তাঁদের সাথে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, ব্লকের বিভিন্ন অঞ্চলেই তৃণমূলের পক্ষ থেকে যুবরাজ তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে। চলছে পুজো পাঠ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেন।
কালনায় সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো
সৈয়দ আবু জাফর, কালনা : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন কে সামনে রেখে তার দীর্ঘায়ু কামনা করে বৃস্পতিবার কালনা সিদ্বেশ্বরী মন্দিরে পূজা দিলেন কালনা শহর যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা।
উল্লেখ্য কয়েক দিন আগেই চোখের সমস্যা নিয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন অভিষেক, তারপর থেকে এখনো পর্যন্ত তাঁকে সক্রিয় রাজনীতিতে নামতে দেখা যায়নি। এদিন তার জন্মদিন আর তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুজো দিলেন যুব তৃণমূলের কর্মীরা। হাজির ছিলেন কালনা শহর যুব তৃণমূলের সভাপতি সৌরভ হালদার সহ অন্যান্যরা।