ঘর থেকে বিতাড়িত হয়ে, তৃণমূলের পার্টি অফিসে আশ্রয় পেলো সন্তান সহ বৃদ্ধ-বৃদ্ধা
Sangbad Prabhati, 27 November 2024
অতনু হাজরা, জামালপুর : পারিবারিক অশান্তির কারণে ঘর থেকে বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে আসতে হয়েছিল সন্তানসহ বৃদ্ধ-বৃদ্ধাকে। অবশেষে নিরুপায় বৃদ্ধ-বৃদ্ধার ঠাই হলো তৃণমূলের পার্টি অফিসে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার, জামালপুর থানার অন্তর্গত, আজাপুর পঞ্চায়েতের অধীনে ভেরিলি এলাকায়। জানা যায়, বেশ কয়েকদিন আগে গ্রামেরই মেয়ে ও তার পরিবার পারিবারিক অশান্তির কারণে ঘর ছাড়তে বাধ্য হয়। ঘর থেকে বেরিয়ে আশ্রয় নেয় গ্রামেরই একটি মন্দিরের দুয়ারে।
সন্ধ্যেবেলায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি তথা পঞ্চায়েত সদস্যার স্বামী সুজিত মজুমদার। তখনই তার নজরে বিষয়টি আসে তিনি দেখতে পান, শীতের সন্ধ্যায় এলাকারই একটি মেয়ে ও তার বৃদ্ধ স্বামী সহ সন্তানকে নিয়ে শীতকে উপেক্ষা করে এক প্রকার রাস্তায় তাদের সাংসারিক আসবাবপত্র নিয়ে রয়েছে। তিনি ওদের সঙ্গে কথা বলে সব কিছু জেনে বিন্দুমাত্র বিলম্ব না করে তৃণমূলের উচ্চ নেতৃত্ব কে জানান এবং তাদের কথামতো তৃণমূলের পার্টি অফিস খুলে দেন যাতে অসহায় পরিবার অন্তত কয়েকদিন মাথা গোঁজার ঠাই পায়।
অসহায় পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদের একটি ঘর ভাড়ার ব্যবস্থা হলে পার্টি অফিস ছেড়ে চলে যাবেন। তৃণমূল নেতৃত্বের এহেন কাজে কৃতজ্ঞতা জানিয়েছে অসহায় পরিবার।
অন্যদিকে ভবিষ্যতেও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান এবং তিনি জানান তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে রয়েছে এবং থাকবে। ভবিষ্যতে ওই পরিবারের কোন অসুবিধা হলে তাদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে জানান।