ধানের নাড়া পোড়ানোর বিরুদ্ধে কৃষি অধিকর্তার পক্ষ থেকে প্রচার
Sangbad Prabhati, 5 November 2024
অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এমন ধান তোলা। এই ধান ওঠার পর শুরু হবে আলু বসানোর কাজ। গ্রাম বাংলায় দেখা যায় বেশির ভাগ কৃষকরা ধানের নাড়া তাঁরা মাঠেই পুড়িয়ে দেন বা মেশিনে ধান কাটার পর কুটি গুলোকেও জমিতেই পুড়িয়ে দেওয়া হয়। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ হয় অপরদিকে জমির উপকারী জীবাণু নষ্ট হয়ে গিয়ে জমির উর্বরতা নষ্ট হয়। সেই বিষয়েই চাষী তথা সাধারণ মানুষদের সচেতন করতে জামালপুর ব্লক অফিস থেকে একটি সুসজ্জিত ট্যাবলো বের করা হয়।
উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবু হেমব্রম, বি টি এম পল্লব দাস সহ অন্যান্যরা। ট্যাবলো টি ৭ দিন ধরে ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে চাষী তথা মানুষদের এই বিষয়ে সচেতন করবে।
মেহেমুদ খাঁন সকল চাষীদের উদ্দেশ্যে বলেন, তাঁরা যেন কোনো ভাবেই জমিতে ধানের নাড়া বা কুটি না পোড়ান। ব্লক সহ কৃষি অধিকর্তা সঞ্জিবুল ইসলাম তাঁর দপ্তরের পক্ষ থেকে সকল চাষীদের উদ্দেশ্যে ধানের নাড়া বা কুটি না পোড়ান। এতে তাঁদের নিজেদের জমির উর্বরতা যেমন নষ্ট হবে তেমনি পরিবেশ ও দূষিত হবে।