Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

চা ছাঁকনি : সচেতনতার পাঠ দিতে এগিয়ে এলো স্টার্ট আপ ফাউন্ডেশন


 

চা ছাঁকনি : সচেতনতার পাঠ দিতে এগিয়ে এলো স্টার্ট আপ ফাউন্ডেশন 




Sangbad Prabhati, 25 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার কয়েক হাজার চা দোকান রয়েছে। যেখানে প্লাস্টিকের চা ছাঁকনি ব্যবহার হয়। কিন্তু এর থেকে যে মানবশরীরে হতে পারে মারাত্বক ক্ষতি সে বিষয়ে কেউই কখনও সচেতন করায়নি। সোমবার সচেতনতার পাঠ দিতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন। এদিন সংস্থার পক্ষ থেকে প্লাস্টিকের বদলে ধাতুর তৈরী চা ছাঁকনী বিতরণের মাধ্যমে সচেতনতা প্রচার করল স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন। বর্ধমান শহরের শতাধিক চা দোকানে এদিন এই প্রচারাভিযান চলে। দোকানের প্লাস্টিকের ছাঁকনীর বদলে একটি করে স্টিলের চা ছাঁকনী দেওয়া হয়। উদ্যোগতাদের তরফে সন্দীপন সরকার জানান ''গরম চায়ের তাপে প্লাস্টিক ছাঁকনী থেকে 'বিসফেনল -এ' বা 'ফথালেটস 'নামে ক্ষতিকর রাসায়নিক তৈরী হতে পারে, যা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট, প্রজনন ক্ষমতা হ্রাস, ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি, লিভার ও কিডনির ক্ষতি ও কার্যক্ষমতা হ্রাস, স্নায়ুরোগের প্রকোপ বৃদ্ধি করে"। তাই প্লাস্টিকের বদলে স্টিল, ছাড়াও সিরামিক বা বাঁশের ছাঁকনি ব্যবহার করা অনেকাংশে ভালো বলেই তাদের দাবী । চা দোকানী আজাদ মহম্মদ, সুমন দে, বিল্টু শর্মারা বলেন- "এ বিষয়ে জানা ছিলনা, ভবিষ্যতে সচেতন থাকব"।